Tuesday, November 11, 2025

হায়দ্রাবাদ ‘ভুয়ো সংঘর্ষ’ মামলা: হাইকোর্টকে পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

হায়দ্রাবাদের(Hydrabad) দিশা এনকাউন্টার মামলায়, সিরপুরকর কমিশনের রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে অভিযুক্তদের। শুক্রবার এই মামলার শুনানিতে রিপোর্টটি সিল করা কভারে রাখার জন্য তেলেঙ্গানা সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করে সুপ্রিমকোর্টের(Supreme Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, রিপোর্টের অনুলিপি তেলেঙ্গানা হাইকোর্টে(Telengana High Court) পাঠানো হবে এবং মামলার সমস্ত পক্ষকে প্রদান করা হবে। পাশাপাশি রিপোর্টের উপর কোনো আবেদন জমা পড়লে হাইকোর্ট পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জানা গিয়েছে, তদন্ত রিপোর্টে সিরপুরকর কমিশন জানিয়েছে এনকাউন্টারের যে দাবি পুলিশের তরফে করা হয়েছে তা মিথ্যা এবং জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, “আমাদের তদন্ত অনুসারে, অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল।”

আরও পড়ুন:চিনা সংস্থাকে ‘বন্দে ভারত’ ট্রেনের চাকা তৈরির বরাত, কেন্দ্রকে তোপ কংগ্রেসের

উল্লেখ্য, নভেম্বর ২০১৯ সালে, হায়দ্রাবাদের কাছে সামসাবাদ-এ ২৬ বছর বয়সী একজন পশুচিকিৎসকের গণধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে। হত্যার পরের দিন ২৮ নভেম্বর ২০১৯ তারিখে শাদনগরে তার লাশ পাওয়া যায়। ঘটনার তদন্তে নেমে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে সাইবারাবাদ মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানায়, ডাক্তারকে ধর্ষণ ও হত্যা করার কথা স্বীকার করেছে অভিযুক্তরা। পুলিশ হেফাজতে থাকাকালীন বেঙ্গালুরু-হায়দ্রাবাদ জাতীয় সড়কের একটি সেতুর নিচে চার অভিযুক্তকে হত্যা করা হয়। পুলিশের মতে, সন্দেহভাজনদের অপরাধ দৃশ্যের পুনর্গঠনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাদের মধ্যে দুজন বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে আক্রমণ করে। পাল্টা সন্দেহভাজন চারজনকেই গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর ১২ ডিসেম্বর, ২০১৯-এ, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে একটি বেঞ্চ তদন্ত প্যানেল গঠন করে। সেই মামলাতেই এদিন নির্দেশ দিল আদালত।




spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...