Friday, November 7, 2025

ওজন বাড়ে বাড়ুক! পরোয়া নেই, ভরপুর আনন্দে বাঁচতে চান সোনাক্ষী

Date:

Share post:

ওজন(Weight)বাড়ে বাড়ুক! আসল হল ভরপুর আনন্দ নিয়ে যে ভাবে প্রাণ চায় সেইভাবে বাঁচা। লোকে খোঁটা দেবেই,ওটাই তাঁদের কাজ। তাই ওইসব পাত্তা দেন না সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)।অভিনয়ের জগতে যাঁরা রয়েছেন তাঁরা চেহারা নিয়ে ভীষণ সচেতন। বাড়তি মেদ ঝরাতে,সুন্দর হতে, প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হন তারকারা।

সম্প্রতি কেরলের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চেতনা রাজ প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে  দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ খোয়ালেন। তাও পরোয়া করেন না কেউ কারণ আগে রূপ তারপর সব। কিন্তু বলিউডে এত দিন কাজ করেও শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী তাঁদের চেয়ে বরাবর আলাদা। নিজেকে নিয়ে কোনও ছুঁতমার্গ নেই তাঁর। পৃথুলা সোনাক্ষীর গড়ন বেশ ঈর্ষণীয়। যথেষ্ঠ আত্মবিশ্বাসী তিনি নিজেকে নিয়ে।এবার তাঁর দোসর হয়েছেন হুমা কুরেশিও। তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘ডাবল এক্সএল’ ছবিতে।

ছবির চিত্রনাট্যকার মুদাসসর আজিজ জানান, সোনাক্ষী আর হুমাকে একসঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া করতে দেখেই তাঁর মাথায় ছবির কাহিনি আসে।সেই গল্প শুনে উৎসাহী হয়ে ওঠেন দুই অভিনেত্রী! এমন সুন্দর,জীবনের কাছাকাছি গল্প পেয়ে খুশি সোনাক্ষী।লোকজন যতই কটাক্ষ করুক, তাঁরা নিজেদের চেহারা নিয়ে আদৌ ভাবেন না।ওজন বাড়ে বাড়ুক,যে ভাবে প্রাণ চায় সে ভাবেই বাঁচার পক্ষপাতী তিনি ।

তাঁর ছবি পোস্ট হলেই সমালোচকরা তির্যক মন্তব্য করতে ছাড়েন  তবু নিজের খুশিতেই ইন্ডাস্ট্রিতে চলাফেরা করেন শত্রুঘ্ন-কন্যা।আসতে চলেছে পরিচালক সৎরাম রামানির ছবি ‘ডাবল এক্সএল’। পর্দা মানেই সুঠাম, বেতস লতার মতো শরীরী আবেদনময়ী নারী এমনটা হতে হবে কেন স্বাভাবিক সৌন্দর্যও ধরা দিতে পারেন যে কেউ  এটাই বঝাতে চান তিনি দর্শকদের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আপনার যেমনই চেহারা হোক, লোকে তা নিয়ে কথা বলবেই। বলছেও। বিশেষত মহিলাদের ওজন একটু বেশি হলেই সবার চোখ টাটায়। তবে আমি কোনও দিন এ সব পাত্তা দিই না। এগুলোকে গুরুত্ব দেওয়ার দিন ফুরিয়েছে বলে মনে করি।”



spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...