বুধবার আইপিএলের (IPL) প্লে-অফের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। কে এল রাহুলদের (KL Rahul) ১৪ রানে হারায় বিরাট কোহলি (Virat Kohli), ফ্যাফ ডুপ্লেসিরা (Faf du Plessis)। এই জয়ের ফলে ফাইনালে যাওয়ার থেকে আর এক ধাপ দূরে আরসিবি। আর এই জয়ের ফলে খুশি আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ম্যাচ জিতে পুরো কৃতিত্বই দিলেন রজত পতিদারকে।

সাংবাদিক সম্মেলনে ডুপ্লেসি বলেন,” সত্যিই এটা একটা বিশেষ দিন। রজত যে ভাবে খেলেছে, তাতে বলে বোঝানো যাবে না কতটা ভাল লাগছে। এলিমিনেটরের মতো ম্যাচে এমনিতেই চাপ থাকে। কিন্তু ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামলে দিয়েছে ও। ওর হাতে সব ধরনের শট রয়েছে। যখনই ও আক্রমণাত্মক খেলে, তখনই বিপক্ষ চাপে পড়ে যায়।”

শুধু ব্যাটার নন, বোলারদের প্রশংসাও করেন ডুপ্লেসি। তিনি বলেন,” স্কোরবোর্ডে বড় রান উঠলেও আমাদের বোলাররা একেবারেই গা ছাড়া মনোভাব দেখায়নি। বিপক্ষের ব্যাটাররা মারকুটে মনোভাব নিয়ে খেললেও ওরা মাথা ঠান্ডা রেখে বল করে গিয়েছে। আজকের ম্যাচটাকে মোটেই বিরাট বড় করে দেখিনি আমরা। আর পাঁচটা ম্যাচের মতোই জেতার জন্যে নেমেছিলাম। কিন্তু ম্যাচটা আলাদা হয়ে গেল।”

আরও পড়ুন:Wriddhiman Saha: বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ঋদ্ধিমান সাহা
