বুধবার ইডেনে (Eden) এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে আইপিএল (IPL) থেকে বিদায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। চলতি আইপিএলে নতুন দল হিসাবে যোগ দিয়েছিল লখনউ। আইপিএলের ফাইনালে আরেক নতুন দল গুজরাত টাইটান্স (Gujrat Titans) গেলেও পারল না লখনউ। বুধবার আরসিবির কাছেই ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় কে এল রাহুলদের। আর আরসিবির কাছে হারের কারণ হিসাবে রজত পতিদারের দুরন্ত ইনিংসকেই দেখছেন লখনউ-এর অধিনায়ক।

আরসিবির কাছে হেরে রাহুল বলেন,” আমাদের হারের কারণ খুব স্পষ্ট। দুই দলের মধ্যে পতিদার পার্থক্য গড়ে দিয়েছে। একজন ক্রিকেটার এমন ইনিংস খেললে তার দল জিতবেই। আমাদের নতুন দল। অনেক ভুল করেছি, শেখান থেকে শিখতে হবে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে আমাদের। তরুণ দল আমাদের।”

