Wednesday, December 24, 2025

যৌনপেশা আইনসম্মত: বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Date:

Share post:

আর পাঁচটি পেশার মানুষের মত যৌনকর্মীদের(Sex Worker) ও সমমর্যাদা ও সমান অধিকার রয়েছে। বুধবার যৌনপেশায় সঙ্গে যুক্তদের প্রসঙ্গে এমনই তাৎপর্যপূর্ণ নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট(Supreme court)। পাশাপাশি স্বেচ্ছায় এই পেশায় আসা কর্মীদের কাজে পুলিশি হস্তক্ষেপে ফৌজদারি মামলা দায়েরের প্রবণতাতেও লাগাম পরালো দেশের শীর্ষ আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এল নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। যার মাধ্যমে যৌনকর্মীদের অধিকার সুরক্ষিত থাকবে বলে মনে করছে শীর্ষ আদালত। আদালতের বক্তব্য, “যৌনকর্মীরাও আইনের চোখে সমান সুরক্ষার অধিকারী। যখন এটা স্পষ্ট যে, যৌনকর্মী এক জন প্রাপ্তবয়স্ক এবং সম্মতি সাপেক্ষেই যৌনতা বিক্রি করছেন, তখন পুলিশকে অকারণ হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। কোনও ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করা যাবে না। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এই দেশের প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার সুনিশ্চিত করেছে।” আদালতের স্পষ্ট বক্তব্য, যৌনপল্লীতে পুলিশি অভিযানে যৌনকর্মীদের গ্রেফতার ও হেনস্থা করা উচিত নয়, কারণ যৌনকর্ম বেআইনি নয়, শুধুমাত্র যৌনপল্লী চালানো বেআইনি।

আরও পড়ুন:দুর্নীতি দমনে এগিয়ে আসুক মেয়েরা: রাজ্য পুলিশে মহিলা ক্ষমতায়নে জোর মমতার

আদালতের তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও যৌনকর্মী তাঁর বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান, তবে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে পুলিশকর্মীদের। বিশেষত, যদি যৌনকর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা বা অপরাধের অভিযোগ নিয়ে আসেন, তা হলে দ্রুততার সঙ্গে তাঁর শারীরিক পরীক্ষা করে তদন্ত শুরু করতে হবে। মা যৌনপেশায় আছেন, শুধু সেই যুক্তিতে সন্তানকে তাঁর মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট এইসকল সুপারিশের বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামতও জানতে চেয়েছে। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি সেদিনই এ বিষয়ে কেন্দ্রের মতামত শুনবে দেশের শীর্ষ আদালত।




spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...