শাহরুখ খানের(Shah Rukh Khan)পুত্র আরিয়ান খানের ( Aryan khan)বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে এনসিবি(NCB) কর্তা সমীর ওয়াংখেড়ের( Samir Wankhede)বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে সরকার। আরিয়ান খানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি তাই বেকসুর খালাস(Discharged as Innocent) হয়েছেন তিনি।কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র (Narcotics Control Bureau)চোখে নির্দোষ আরিয়ান খান।চার্জশিট(Chargesheet) পেশ হওয়ার পরেই কেন্দ্র সমীরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল।

গত বছর ২ অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়া থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তাঁর সঙ্গীদের। প্রায় এক মাস জেলে থাকতে হয় আরিয়ানকে। তারপর জামিনে ছাড়া পান শাহরুখ-পুত্র। কিন্তু নিয়মিত এনসিবি দফতরের হাজিরা দিতে হত তাঁকে। শুক্রবার পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান বেকসুর।

সংবাদ সূত্রের খবর, এর পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রককে যাতে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিক ভাবে এই মাদক-কাণ্ডে সম্পূর্ণ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বই শাখার উপরে।পরে ওই তদন্তের দায়িত্ব চলে যায় কেন্দ্র-নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে। কারণ এনসিবি তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ভুয়ো তদন্ত, তদন্তে প্রভাব বিস্তার ইত্যাদি একাধিক অভিযোগে পদ থেকে সরে দাঁড়াতে হয় সমীরকে। আরিয়ানকে নির্দোষ ঘোষিত হওয়ার পরে সমস্যায় পড়তে চলেছেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে।

আরও পড়ুন- রাত পোহালেই শিল্পতালুক হলদিয়ায় শ্রমিক স্বার্থে অভিষেকের সমাবেশ