Monday, May 12, 2025

EastBengal: নতুন ইনভেস্টোর ইমামিকে শুধু ফুটবল স্বত্বই দেবে ইস্টবেঙ্গল

Date:

Share post:

ইতিমধ্যে ইস্টবেঙ্গলের ( EastBengal) নতুন ইনভেস্টোর হয়েছে ইমামি গ্রুপ। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে লাল-হলুদের ইনভেস্টোর হয় ইমামি গ্রুপ। আর সূত্রের খবর, নতুন লগ্নিকারীর সঙ্গে চুক্তি করার আগে সাবধানে পা ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা।

শ্রী সিমেন্টকে নিয়ে তিক্ত অভিজ্ঞতার পর নতুন লগ্নিকারীর সঙ্গে চুক্তি করার আগে সাবধানে পা ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা।মোহনবাগানের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা বা ব্র্যান্ডের সংযুক্তিকরণের যে মডেল, সেটাই অনুরসণ করতে চাইছে ইস্টবেঙ্গল। অর্থাৎ শুধু ফুটবলের স্বত্বই লগ্নিকারী ইমামি গ্রুপের হাতে ছাড়বে ক্লাব। তবে সম্পূর্ণ ক্রীড়া স্বত্ত্ব নয়। কিন্তু চুক্তির খসড়া তৈরি বা মউ সই কবে হবে, কার হাতে কত শেয়ার থাকবে, সে সব নিয়ে মুখে কুলুপ দু’পক্ষেরই। ২৫ মে বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারীর নাম ঘোষণা করার পর ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরেও দু’পক্ষ আলোচনার টেবলে বসতে পারেনি। এ ব্যাপারে দু’পক্ষই গোপনীয়তা অবলম্বন করছে।

ইস্টবঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের মুখে কুলুপ। তিনি শুধু  বললেন, ‘‘এখনও কিছুই হয়নি। সময়মতো আমরা সব জানাব।’’ তবে ইমামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এখনও আমরা মিটিং করে উঠতে পারিনি। সামনের সপ্তাহে আলোচনা করতে পারি। চুক্তির প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। দল গঠনেও হয়তো দেরি হবে। তবে আমরা ভাল দলই গড়ার চেষ্টা করব।’’ এদিকে, মোহনবাগান থেকে সুমিত রাঠিকে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। তাঁর সঙ্গে মোহনবাগানের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে সুমিতকে দলে নিতে চায় লাল-হলুদ। আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-র বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর সঙ্গে কথা বলছে ক্লাব।

আরও পড়ুন:Champions League: চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম‍্যাচ শুরুর আগে উত্তেজনা, সমর্থকদের উপর কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

 

 

spot_img

Related articles

দুর্ভাগ্যজনক! জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

এটা দুর্ভাগ্যজনক যে, জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে। আমরা তার...

অভিনব উদ্যোগ রাজ্য পুলিশের, সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রাইম থ্রিলার

রাজ্য পুলিশ(Wb Police) প্রতিদিন নানা ধরনের অপরাধের কিনারা করছে আবার অনেক ক্ষেত্রে কিনারা করা একপ্রকার অসম্ভব হয়ে ওঠে।...

চিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: তথ্য পেশ ভারতীয় সেনার

প্রতিরক্ষায় পাকিস্তান যে পুরোপুরিভাবে চিনের উপর নির্ভরশীল ফের একবার প্রমাণ করে দিল ভারতীয় সেনা (Indian Army)। আকাশপথে ভারতের...

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও...