পড়াশুনো শুরু ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের, কথা রাখলেন ‘দিদি’

ইউক্রেন (Ukraine)ফেরত ডাক্তারি পড়ুয়াদের শুরু হল হাতে কলমে বিশেষ শিক্ষা। যার নাম অবজারভেশনশিপ (Observationship)নামটা স্বাস্থ্য দফতরের দেওয়া। আগামী ১ লা জুন থেকেই রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ (Medical College)হাসপাতাল গুলোতে শুরু হচ্ছে ইউক্রেন ফেরত ডাক্তারি(Medical Student) পড়ুয়াদের হাতে কলমে পড়াশুনো।

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে বহু ডাক্তারি ছাত্র-ছাত্রীরা পড়া মাঝপথে ছেড়ে দেশে ফিরে এসেছেন। তাঁদের ডাক্তারি পড়ার কি হবে সেই দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। সেই বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে একটি বৈঠক করেন দিদি। বৈঠকে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এইসব ডাক্তারি পড়ুয়াদের সাহায্য করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেই কথা রাখলেন দিদি এবং তাঁর দফতর।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা হাতে কলমে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল মেডিক্যাল কলেজে তাঁদের পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে পারবেন। সেইমতোই প্রায়  ৩৯৪ জন ছাত্র -ছাত্রী অনলাইনে আবেদন জানিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরে। এবার তাঁরা সেই সুযোগ পেতে চলেছে আগামী ১ লা জুন থেকে।

আরও পড়ুন- ৫-৬ জুন ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Previous articleকড়া শর্তে বিদেশযাত্রার আবেদন মঞ্জুর জ্যাকলিনের! কী সেই শর্ত?
Next articleEastBengal: নতুন ইনভেস্টোর ইমামিকে শুধু ফুটবল স্বত্বই দেবে ইস্টবেঙ্গল