Sunday, August 24, 2025

কেকে-র মৃত্যু, নজরুল মঞ্চের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

Date:

Share post:

এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক কেকে(KK)। মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাস কলেজের (Gurudas college)ও অনুষ্ঠানে পারফর্ম করার পর মধ্য কলকাতার হোটেলে ফিরে অসুস্থতা বোধ করেন শিল্পী। জানা গিয়েছে, তিনি বমি করেন। এরপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। কপাল ও ঠোঁটে আঘাত পান কেকে। তড়িঘড়ি একবালপুরের CMRI হাসপাতালে শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মাত্র ৫৩ বছর বয়সী কেকে-এর মৃত্যুর পর নজরুল মঞ্চের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অনেকের অভিযোগ, আসনসংখ্যার থেকে কয়েক গুণ দর্শক ঢুকে পড়ে। অল্পবয়সীদের আধিক্য থাকায় প্রত্যেকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা বেশি ছিল। খুব স্বাভাবিকভাবেই ওই ভিড়ের মধ্যেই বিশৃঙ্খলাও দেখা দেয়। জলের বোতল ছোড়াছুড়ি হয় বলেও অভিযোগ। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। দেখা দেখা যাচ্ছে একদল যুবক অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে গ্যাস ছড়াচ্ছে। ভিড় কমাতে নাকি অতি উৎসাহ থেকে তারা এই কাজ করেছে, তা এখনও জানা যায়নি।

নজরুল মঞ্চের এক কর্মীর কথায়, কেকে মঞ্চে ওঠেন সন্ধ্যা ৭টা নাগাদ। তারপর একের পর এক হিট গান উপহার দিচ্ছিলেন কলেজ পড়ুয়াদের। মাঝে মধ্যে ব্যাকস্টেজে গিয়ে ঘাম মুছে, জল খেয়ে ফের গান ধরছিলেন। ৮টা ৪০ নাগাদ অনুষ্ঠান শেষ হয়। প্রথম থেকেই খুব ভিড় হচ্ছিল। যেখানে আসনসংখ্যা ছিল ২৪৮২, সেখানে ভিড় হয়েছিল প্রায় ৮০০০। বাইরেও ভিড় ছিল। ৭টা দরজার ৫টাই খোলা ছিল। মঞ্চের দুদিকেও শিল্পীকে ঘিরে প্রচুর ভিড় ছিল। তবে এসি বন্ধ ছিল না বলেই দাবি নজরুল মঞ্চের ওই কর্মীর। কিন্তু অতিরিক্ত ভিড় আর গেটগুলি খোলা থাকায় কাজ করছিল না এসি।

সবমিলিয়ে কেকে-এর মৃত্যুর পর নজরুল মঞ্চে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। এবার এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি টিম বানিয়েছে বলে খবর KMDA, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন KMDA নিযুক্ত সদস্যরা।



spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...