Thursday, August 21, 2025

জাপানকে হারিয়ে এশিয়া কাপে ব্রোঞ্জ জয় ভারতের

Date:

Share post:

এশিয়া কাপ হকি থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় দলকে। বুধবার তৃতীয় ও চতুর্থ স্থান নির্নায়ক ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পেল গতবারের চ্যাম্পিয়নরা। এবারের টুর্নামেন্টে পূর্ণশক্তির দল পাঠায়নি ভারত। বরং বীরেন্দ্র লাকরার নেতৃত্বে একঝাঁক তরুণকে নিয়ে খেলতে এসেছিল। এই জাপানের কাছে হেরে একটা সময় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় দলয় যদিও ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে হারিয়ে ‘সুপার ফোর’-এর টিকিট ছিনিয়ে নেন বীরেন্দ্ররা।

সুপার ফোরের প্রথম ম্যাচে জাপানকে হারালেও, পরের দুটো ম্যাচে মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে ফাইনাল উঠতে পারেনি ভারত। গোল পার্থক্যে পিছিয়ে থাকার কারণে খেতাবি দৌড় থেকে ছিটকে যান বীরেন্দ্ররা। এদিন প্রথম কোয়ার্টারেই রাজকুমার পালের করা গোলে এগিয়ে গিয়েছিল ভারত। ম্যাচের বাকি সময় জাপানি খেলোয়াড়রা অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেননি। বরং চাপের মুখে দারুণ দৃঢ়তার পরিচয় দেয় ভারতীয় রক্ষণ। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ভারতীয়দের সামনেও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তাঁরা।

ম্যাচের পর ভারতীয় অধিনায়ক বীরেন্দ্রর প্রতিক্রিয়া, ‘‘আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক প্রাপ্তি সব সময়ই তৃপ্তি দেয়। তবে ফাইনালে উঠতে না পেরে আমরা হতাশ ছিলাম। খুব কম সময়ের মধ্যেই এই ম্যাচের জন্য নিজেদের উজ্জীবিত করতে হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘গ্রুপ লিগে জাপানের বিরুদ্ধে হারের পর আমাদের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে। তরুণদের খেলায় আমি খুশি।’’

আরও পড়ুন- Asansole: প্রতিবেশীর গাড়ি চুরির অভিযোগ জানাতে গিয়ে লোপাট নিজের গাড়ি

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...