নলহাটির মধুরা হাইস্কুলে যোগ কাজে যোগ দিলেন ক্যান্সারে আক্রান্ত বীরভূমের সোমা দাস।হাইকোর্টের নির্দেশ অনুসারে নিয়োগপত্র পেয়ে শনিবার সকালে সহকারী শিক্ষক পদে কাজে যোগ দিলেন সোমা। ৩৫০-এরও বেশি দিন ধরে এসএসসি-র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বীরভূমের নলহাটির সোমা দাস। তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। সংবাদমাধ্যমে সোমার খবর জানতে পেরে তাকে ডেকে পাঠান বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমা বিচারপতিকে জানিয়েছিলেন তার ক্যান্সারের চিকিৎসার জন্য ১৫ লক্ষ টাকা খরচ। কিন্তু চাকরি না পেলে সোমা

সেই টাকা কীভাবে দেবেন? কারণ তার পরিবারের আর্থিক অবস্থা

ভালো নয়। বিচারপতি প্রথমে সোমাকে অন্যত্র চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন । কিন্তু সোমা তাতে আপত্তি জানান। তিনি স্কুল শিক্ষক পদে যোগ দিতে চান বলেই জানিয়েছিলেন। এরপরই আদালতের নির্দেশে আন্দোলনরত চাকরিপ্রার্থী সোমা দাসকে ৭ দিনের মধ্যে সহকারী শিক্ষকের চাকরি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব। পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্টও দিতে বলা হয়।

দীর্ঘ আন্দোলনের পরে চাকরি পেয়ে সোমা খুশি। তবে তার সঙ্গে যারা ছিলেন , যারা এখনো আন্দোলন করছেন তাদের সকলের যাতে খুব শীঘ্রই চাকরি হয়ে যায় সেই কামনা করেছেন তিনি।
