৯ জুন থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। তার জন্য প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল (India Team)। কে এল রাহুলের (Kl Rahul)নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। যেখানে দেখা যাবে একাধিক তরুণ মুখ।

বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে, যেখানে দেখা যায় প্রধান কোচ রাহুল দ্রাবিড় তত্ত্বাবধানে অনুশীলনে নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম দিনেই ক্রিকেটারদের পেপটক দিতে দেখা গিয়েছে দ্রাবিড়কে। ক্যাপ্টেন কেএল রাহুল প্রধান কোচের সঙ্গে রয়েছেন। আর্শদীপ সিং, উমরান মালিক এবং সিনিয়র পেশাদার ভুবনেশ্বর কুমার, দীনেশ কার্তিক সহ তরুণরা মনোযোগ দিয়ে শুনছিলেন দ্রাবিড় কথা।

ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটাররা নেটে ব্যাটিং এবং বোলিং অনুশীলনও শুরু করেছেন। নেটে দীর্ঘক্ষণ বল করতে দেখা যায় উমরান মালিক এবং আর্শদীপ সিংকে। যাঁরা প্রথম ভারতীয় দলে ডাক পেয়েছেন।

M. O. O. D in the camp ahead of the #INDvSA T20I series. ☺️ 👌#TeamIndia | @Paytm pic.twitter.com/ZMB1XEvU7I
— BCCI (@BCCI) June 7, 2022
আরও পড়ুন:Sudip Gharami: প্রথম রঞ্জিতে শতরান, বাংলার হয়ে শতরান করতে পেরে উচ্ছসিত সুদীপ
