Sudip Gharami: প্রথম রঞ্জিতে শতরান, বাংলার হয়ে শতরান করতে পেরে উচ্ছসিত সুদীপ

১০৬ রানে অপরাজিত রয়েছেন সুদীপ। রঞ্জিতে প্রথম শতরান।

সোমবার রঞ্জিট্রফির ( Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের ( jharkhand) বিরুদ্ধে খেলতে নামে বাংলা (Bengal) । আর সেই ম‍্যাচে খেলতে নেমে ব‍্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন সুদীপ ঘোরামি। ১০৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। রঞ্জিতে প্রথম শতরান। আর এই শতরান করে উচ্ছসিত সুদীপ। সুদীপ বলেন, ইস্টবেঙ্গলের কোচ প্রণব নন্দী আমাকে বলেছিলেন নিজের মতো খেলতে, তাতেই শতরান আসবে। আর সেটাই করেছি।

এদিন এক সাক্ষাৎকারে সুদীপ বলেন,” রঞ্জি খেলতে আসার আগে ইস্টবেঙ্গলের কোচ প্রণব নন্দী আমাকে বলেছিলেন নিজের মতো খেলতে, তাতেই শতরান আসবে। আর সেটাই করেছি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে নেমে প্রথম দিন শতরানটা পেয়ে গেলাম। মাঠ থেকে বেরিয়েই তাই ওঁনাকে ফোন করি। শতরানের পর আমার ছোটবেলার কোচ দেবেশ চক্রবর্তীর কথাও মনে পড়ছিল।”

গ্রুপ পর্বে সুদীপ রান পাচ্ছিলেন না। তার পরেও কোয়ার্টার ফাইনালে দল তাঁর উপর ভরসা রেখেছে। এই নিয়ে সুদীপ বলেন, “দল আমার উপর বিশ্বাস রেখেছে। সেটা ফিরিয়ে দিতে পেরে ভাল লাগছে। এরকম ভাবে দলের হয়ে পারফরম্যান্স করতে পেরে ভালো লাগছে।”

আরও পড়ুন:Bengal Cricket: সুদীপের ব‍্যাটে ভর করে প্রথম দিনে চালকের আসনে বাংলা

 

 

Previous articleBhawanipur Murder: ভবানীপুরে জোড়া খুন! দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার
Next articleভবানীপুরের দম্পতি খুনের নয়া তথ্য, দেহে মিলেছে বুলেটের ক্ষত