Monday, November 10, 2025

প্রমাণ ছাড়াই ফকিরদের ‘আতঙ্কবাদী’ আখ্যা! জয় শ্রী রাম বলতে বাধ্য করা হল যোগীরাজ্যে

Date:

Share post:

ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে যোগী রাজ্যে। একবার ফের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা উঠে এল। এবারও ঘটনার কেন্দ্রবিন্দু সেই উত্তরপ্রদেশ। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গোন্দা জেলার একটি গ্রামে ভিক্ষা করতে আসা মুসলিম ফকিরদের উপর মর্মান্তিকভাবে মারধর করানোর ভিডিয়ো দেখে সমালোচনার ভাষা খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। গণতান্ত্রিক দেশে অহিন্দুদের বিরুদ্ধে ধর্মান্ধ হিন্দুরা বিষ ছড়াচ্ছে বলে সমালোচনায় সোচ্চার হয়েছেন তাঁরা।




আরও পড়ুন:নাড্ডার সফর ঘিরে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব-মারপিট! নেতাদের ধমকালেন লকেট



ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, গ্রামের পথে ঘুরে ঘুরে ভিক্ষা করছিলেন একদল ফকির। হাঁটতে হাঁটতে তাঁরা ঢুকে পড়েছিলেন হিন্দু পাড়ায়৷ তাঁদের দেখে প্রথমে কটাক্ষ করা কয়৷ পাড়ার বাচ্চা ছেলেরা ফকিরদের পিছু নিতে থাকে। কানপুরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতেও শোনা যায় তাদের৷ সঙ্গে চলে টোন-টিটকিরি৷


তার কিছুক্ষণ পরই আরও মারাত্মক ছবি ভেসে আসে ভিডিয়োতে। সেখানে দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরেই বাঁশ হাতে তাঁদের দিকে তেড়ে আসে এক যুবক৷ সে প্রথমে ফকিরদের নাম পরিচয় জানতে চায়৷ ভিডিওতে তাকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘আধার কার্ড বের কর ফটাফট৷ শালারা আতঙ্কবাদী৷ কী নাম?’ বাঁশ দিয়ে ফকিরদের পেটানোও হয় এরপর৷ যুবকটি বলে, ‘দূরে দাঁড়াও৷ নাম কী? আরও দূরে আরও দূরে৷ বাপের নাম কী? কোথায় থাকো? আধার দেখাও.. কোথায় আধার…!’আধার কার্ড দেখাতে না পারায়, আশপাশ থেকে মন্তব্য শোনা যায়, ‘আরে আধার কার্ড সঙ্গে রাখবে তো৷’ আরেকজনকে বলতে শোনা যায়, ‘টাকা তুলে বিরিয়ানি খাবে ওরা।’ এর পরই কোনও প্রমাণ ছাড়াই ফকিরদের ‘জেহাদি’, ‘আতঙ্কবাদী’– এসব বলে কান ধরে উঠবোস করায় ওই যুবক৷ এমনকী তাঁদের জয় শ্রীরাম বলতেও বাধ্য করে৷


এই ঘটনায় বিরোধীদের অভিযোগ, গোন্দা জেলার খরগপুর দিনগুর গ্রামের ওই ঘটনা বুঝিয়ে দিল, টিভির পর্দায় বিজেপি নেতা-নেত্রীদের উগরানো সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে সমাজের একেবার নিচু স্তর পর্যন্ত৷ তার জেরে রাজ্যে বাড়ছে ধর্মীয় সংঘর্ষ৷

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...