Thursday, November 6, 2025

জামিনের আবেদন খারিজ, রোদ্দুর রায়ের ১৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজত

Date:

Share post:

আগামী ১৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজত হল রোদ্দুর রায়ের।বুধবার রাতে তাঁকে গোয়া থেকে কলকাতায় আনা হয়। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। আদালত কক্ষে রোদ্দুরের পক্ষে আইজীবীদের সঙ্গে কিছু সরকারি আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।সরকারি আইনজীবীর বক্তব্য, যে ধরনের ভাষা ব্যবহার হয়েছে, সেই ভাষাগুলি সংবিধানের কোথাও স্বীকৃতি নয়।  যে ধরনের কথা মুখ্যমন্ত্রীর বিষয়ে ব্যবহার হয়েছে, তা মুখ্যমন্ত্রী শুধু কেন, অন্য কারও সম্পর্কেও এই ধরনের ভাষা বলা যায় না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মুখ্যমন্ত্রীর সম্মান নষ্ট করছে।

দুদিন আগে মন্ত্রীর উদ্দেশে অশ্রাব্য গালিগালাজ করে ইউটিউবার রোদ্দুর রায়(Roddur Roy)। এরপরই কলকাতার একাধিক থানায় তার নামে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ১২০বি, ৪১৭, ১৫৩,৫০১,৫০৪,৫০৫,৫০৯ ধারায় মামলা দায়ের হয়। এরপর যুক্ত হয় ১৫৩এ, ৪৬৫, ৪৬৭, ৪৬৮,৪৬৯ ধারা অর্থাৎ সম্মানহানি, অশালীন মন্তব্য,বিদ্বেষমূলক,অপরাধমূলক ষড়যন্ত্র,ঘৃনা প্রদর্শন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সেই মামলার তদন্তে নেমে মঙ্গলবার গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ(Kolkata Police)।

মামলার শুনানির সময় প্রবল উত্তেজনা দেখা যায় এজলাসের ভেতর। দুপক্ষের বাক বিতণ্ডায় পেছন থেকে হাততালি দিতে থাকে প্রচুর রোদ্দুর সমর্থক। এজলাস থেকে বেরোনোর সময় রোদ্দুর হাত নাড়তে থাকে। ব্যঙ্গ করতে করতে আদালতে ঢুকতে দেখা যায় রোদ্দুর রায়কে। এদিন রোদ্দুর রায়ের আইনজীবী দাবি করেন, রোদ্দুরের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, আইন মেনে অভিযোগ দায়ের করা হয়নি। এর পাশাপাশি বাক স্বাধীনতার বিষয়টিও মনে করিয়ে দেন তিনি। পালটা দেন সরকারি আইনজীবী। তিনি মনে করিয়ে দেন, বাক স্বাধীনতা থাকলেও সেখানেও কিছু বিধিনিষেধ রয়েছে। সোশ্যাল ফোরামে চাইলেই সব কিছু বলা যায় না। এহেন যুক্তি পালটা যুক্তি চলতেই থাকে। শুনানি শেষে রোদ্দুর রায়কে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...