Friday, August 22, 2025

HS Result 2022 : আগামিকাল ফলপ্রকাশ, ঘোষণা হতে পারে আগামি বছরের পরীক্ষার সূচি

Date:

Share post:

আগামিকাল ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) । করোনা (Corona) কাটিয়ে এই বছর অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam)হয়েছে। হোম সেন্টারেই ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত ২৭ এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৪৪ দিনের মাথায় এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result)প্রকাশিত হচ্ছে ৷ সকাল ১১ টায় ফল ঘোষণা হবে, বেলা ১২টা থেকে অনলাইনে (Online)ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

এ বছর প্রথম হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। করোনা (Corona)পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছর পরীক্ষা হয় নি,মূল্যায়ন হয়েছিল অন্যভাবে। কিন্তু এই বছর পরিস্থিতি একটু ভালো হওয়ায় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। তবে পরীক্ষা নেওয়া হয়েছিল হোম সেন্টারে। রাজ্যের মোট সাড়ে ছয় হাজারের বেশি স্কুলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। এ বছর কত সিলেবাস এর উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তা আগেই জানিয়ে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জেরে একটি নির্দিষ্ট সংখ্যক সিলেবাসের উপরই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। আগামিকাল মেধা তালিকা ঘোষণা করা হবে। স্বভাবতই ফল প্রকাশ ঘিরেই কৌতুহল তুঙ্গে। মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৷ ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। এসএমএস (SMS) পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপ, সব মাধ্যমেই ওই একই সময় থেকে ফলাফল জানা যাবে ।

উচ্চমাধ্যমিকের ফলাফলের নিরিখে কোন জেলা এগিয়ে থাকে, সেই দিকে নজর থাকবে সবার। পাশাপাশি ফল প্রকাশের পর আগামিদিনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করার ঝোঁক বেশি সেটাও পরিস্কার হয়ে যাবে। এর আগে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই নিয়মেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষাসূচি আগামিকাল ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে । অনেকেই মনে করছেন মার্চ মাসের মাঝামাঝি সময়ে সামনের বছরের উচ্চ মাধ্যমিক হবে এমন ঘোষণা হতে পারে কাল।


spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...