সফলভাবে সম্পন্ন হল এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan) ফুটবলার তিরির (Tiri) অস্ত্রোপচার। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সেকথা। সদ্য এএফসি কাপ (AFC Cup) গ্রুপ পর্বে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি।

এদিন অস্ত্রোপচারের পর তিরি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “সবাইকে হ্যালো। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কঠিন যাত্রার প্রথম বাধা অতিক্রম হল। ফিরে আসার একদিন কমল। সকল শুভেচ্ছা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।”
জানা যাচ্ছে, এটিকে মোহনবাগান রিলিজ করে দিতে পারে তিরিকে। এবং তার পরিবর্তে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার কার্টিস গুডকে আনার প্রয়াসে সবুজ-মেরুণ ব্রিগেড। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগ দল নিউক্যাসলে খেলেছেন এই ডিফেন্ডার। বর্তমানে মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলেন কার্টিস। সূত্রের খবর, কার্টিস গুডের এজেন্টের সঙ্গে একপ্রস্থ কথা বলেছে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:Indian Football : কেন সুনীলকেই বারবার গোল করে দলকে জেতাতে হবে? প্রশ্ন স্টিমাচের
