রেল অবরোধের জেরে মৃত্যু প্রৌঢ়ের! অশান্তি রুখতে উলুবেড়িয়ায় জারি ১৪৪ ধারা

বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসনের তরফে ৫ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুজব ছড়ানো রুখতে হাওড়ার বিস্তৃর্ণ অঞ্চলে বন্ধ ইন্টারনেট পরিষেবা। অশান্তি রুখতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন।

নুপূর শর্মা ও নবীন জিন্দলের বিতর্কিত মন্তব্যের জেরে রেল অবরোধ। আর তার মধ্যে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ে। হায়দরাবাদ (Hyaderabad) থেকে হাওড়া (Howrah) আসছিল এই ট্রেনটি। সূত্রের খবর, ভেলোর থেকে চিকিৎসা করিয়ে ফিরছিলেন কে শ্রীনু (K Shinu) নামে ওই ব্যক্তি। হায়দরাবাদ থেকে হাওড়া ফেরত আসার সময় দেউলটি স্টেশনে ট্রেন আটকে পড়ে। দীর্ঘক্ষণ অবরোধের জেরেই ওই প্রৌঢ়র মৃত্যু হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার থেকেই হাওড়ার বিভিন্ন জায়গায় অশান্তি হয়। তার জেরে উলুবেড়িয়া (Uluberia) সাবডিভিশনে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসনের তরফে ৫ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুজব ছড়ানো রুখতে হাওড়ার বিস্তৃর্ণ অঞ্চলে বন্ধ ইন্টারনেট পরিষেবা। অশান্তি রুখতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন।



Previous articleHowrah: বিক্ষোভের আঁচ রেল পরিষেবায়, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
Next articleমিলছে না সেনার ছাড়পত্র, রাজ্য সরকারের দ্বারস্থ মেট্রো কর্তৃপক্ষ