Saturday, January 10, 2026

নজরে রাষ্ট্রপতি নির্বাচন: ১৫ জুন মমতার ডাকে দিল্লিতে বিরোধী বৈঠক

Date:

Share post:

দেশের বিরোধী শক্তি একজোট হলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে হারানো সম্ভব। একথা আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হচ্ছে সকল অবিজেপি শক্তি। আগামী ১৫ জুন বিকেল ৩ টেয় নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে যোগ দিতে ১৫ জুন দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশের ২২ জন অবিজেপি নেতৃত্বকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। যে তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও।

জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের এই হাইভোল্টেজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, ঝাড়খন্ডের হেমন্ত সোরেন, পাঞ্জাবের ভগবন্ত মান, কংগ্রেস সভানেত্রি সোনিয়া গান্ধী, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, সিপিআই জেনারেল সেক্রেটারি ডি রাজা, সীতারাম ইয়েচুরি, সপা প্রধান অখিলেশ যাদব, এইচ ডি কুমারস্বামী, এইচ ডি দেবেগৌড়া, ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতি, সুখবির সিং বাদল, পবন চামলিং, এবং কাদের মহিদিন। আর এই বৈঠকেই চুড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর নাম।

প্রসঙ্গত, বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছেন। এর আগে দিল্লিতে এসে তিনি রাষ্ট্রপতি ভোটে ঐক‌্যবদ্ধ প্রার্থী দেওয়ার জন‌্য সলতে পাকানোর কাজও শুরু করেছিলেন। ফলে বিরোধী দলগুলিও তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের দিল্লি সফরের দিকে। এদিকে২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধী নেতৃত্বের রাশ নিজের হাতে নিতে উদ্যোগী হয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। যদিও বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে মমতা বন্দ্যোপাধ‌্যায়কেই ভরসা করছেন সবাই। মমতা দিল্লি এলেই তাই বিরোধী জোটের ছবি স্পষ্ট হবে বলে মনে করছে রাজধানীর রাজনৈতিক মহল।


spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...