Wednesday, January 14, 2026

আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ, বড় ঘোষণা নরেন্দ্র মোদির

Date:

Share post:

ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি চাকরির(Job) প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ক্ষমতায় আসার পরও ভুরিভুরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দফায় দফায়। যদিও প্রতিশ্রুতি পূরণ হয়নি। লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেশে বেকারত্বের সংখ্যা। সেই পথে হেঁটে আরো একবার দেশে বিশাল কর্মসংস্থানের(job vacancy) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়ে দিলেন, আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরি হবে। প্রতিটি মন্ত্রক ও বিভাগে দক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিটি মন্ত্রককে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী দফতর। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মিশন মোড’।

সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রকের তরফ এ এই সংক্রান্ত একটি টুইট করা হয়েছে। টুইটে মিশন মোড সম্পর্কে জানানোর পাশাপাশি আরও জানানো হয়েছে, প্রতিটি মন্ত্রকেই হিউম্যান রিসোর্সের কর্মী প্রয়োজন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই তাই মানবসম্পদে জোর দেওয়া হয়েছে। আগামী দেড় বছরের মধ্যেই সেই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রককে তা জানানও হয়েছে।


এদিকে প্রধানমন্ত্রীর এই চাকরির ঘোষণাকে ফের একবার কটাক্ষের পথে হেঁটেছে কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেন, “এটা অনেকটা ৯০০ ইঁদুর খেয়ে বিড়াল হজযাত্রায় চলেছে। কর্মসংস্থানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে দেশ। ৫০ বছরে দেশের সর্বোচ্চ বেকারত্ব, ৭৫ বছরে সর্বনিম্ন টাকার মূল্য। মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। আর এইসব থেকে মানুষের নজর ঘোরাতে নরেন্দ্র মোদি টুইটার টুইটার খেলছেন।


spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...