Wednesday, November 12, 2025

Bengal Cricket: রঞ্জিট্রফি সেমিফাইনালে দিনের শেষে মধ‍্যপ্রদেশের রান সংখ‍্যা ৬ উইকেট হারিয়ে ২৭১

Date:

Share post:

মঙ্গলবার রঞ্জিট্রফির ( Ranji Trophy) সেমিফাইনালে খেলতে নামে বাংলা (Bengal)। প্রতিপক্ষ মধ‍্যপ্রদেশ (Madhya Pradesh)। বাংলার বোলারদের দাপটে দিনের শেষে মধ‍্যপ্রদেশের রান ৬ উইকেট হারিয়ে ২৭১। মধ‍্যপ্রদেশের হয়ে দুরন্ত ইনিংস খেলেন হিমাংশু মন্ত্রী। ১৩৪ রানে অপরাজিত তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তারা ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার যশ দুবের উইকেট হারায়। ৯ রান করে মুকেশ কুমারের বলে এলবিডব্লিউ হন যশ। ফর্মে থাকা শুভম শর্মা করেন ১৭ রান। ৭ রান করেন রজত পতিদার। রঘুবংশী করেন ৬৩ রান। মধ‍্যপ্রদেশের হয়ে ক্রিজে রয়েছেন হিমাংশু মন্ত্রী এবং পুনিত। ১৩৪ রানে অপরাজিত হিমাংশু। ৯ রানে অপরাজিত পুনিত। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আকাশ দীপ। একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামাণিক।

প্রথম দিনের খেলার শেষে অরুণ লাল বলেন, “টস হারায় পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায়। পিচ ব্যাট করার জন্য অসাধারণ। ৯৭ রানে ৪ ওদের ৪ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বোলারদের প্রশাংসা প্রাপ্য। তার পরেই নতুন ছেলে এসে দুর্দান্ত ইনিংস খেলে। ভয়ডরহীন প্রতিআক্রমণে ম্যাচ খুলে দিয়ে যায়। অক্ষত রঘুবংশী দারুণ প্রতিভা। আজ ও অসাধারণ ইনিংস খেলল।”

এরপাশাপাশা বাংলার কোচ বলেন,”দিনের শেষ সেশনে আমরা ২টো উইকেট তুলে নিতে পেরেছি। সুতরাং, আমরা ম্যাচে রয়েছি। আমার মনে হয় ওদের আরও ৫০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে আমরাই ম্যাচে এগিয়ে থাকব। এমন পিচে উইকেট নিতে হলে স্পেশাল ডেলিভারির দরকার হয়। আমাদের পেসাররা অসাধারণ বল করেছে। তবে স্পিনারদের সাধারণ লেগেছে প্রথম দিনে। আশা করি কাল সকালেই ওদের গুটিয়ে দিতে পারব।”

আরও পড়ুন:India Team: আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ

 

 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...