Wednesday, January 14, 2026

Bengal Cricket: রঞ্জিট্রফি সেমিফাইনালে দিনের শেষে মধ‍্যপ্রদেশের রান সংখ‍্যা ৬ উইকেট হারিয়ে ২৭১

Date:

Share post:

মঙ্গলবার রঞ্জিট্রফির ( Ranji Trophy) সেমিফাইনালে খেলতে নামে বাংলা (Bengal)। প্রতিপক্ষ মধ‍্যপ্রদেশ (Madhya Pradesh)। বাংলার বোলারদের দাপটে দিনের শেষে মধ‍্যপ্রদেশের রান ৬ উইকেট হারিয়ে ২৭১। মধ‍্যপ্রদেশের হয়ে দুরন্ত ইনিংস খেলেন হিমাংশু মন্ত্রী। ১৩৪ রানে অপরাজিত তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তারা ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার যশ দুবের উইকেট হারায়। ৯ রান করে মুকেশ কুমারের বলে এলবিডব্লিউ হন যশ। ফর্মে থাকা শুভম শর্মা করেন ১৭ রান। ৭ রান করেন রজত পতিদার। রঘুবংশী করেন ৬৩ রান। মধ‍্যপ্রদেশের হয়ে ক্রিজে রয়েছেন হিমাংশু মন্ত্রী এবং পুনিত। ১৩৪ রানে অপরাজিত হিমাংশু। ৯ রানে অপরাজিত পুনিত। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আকাশ দীপ। একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামাণিক।

প্রথম দিনের খেলার শেষে অরুণ লাল বলেন, “টস হারায় পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায়। পিচ ব্যাট করার জন্য অসাধারণ। ৯৭ রানে ৪ ওদের ৪ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বোলারদের প্রশাংসা প্রাপ্য। তার পরেই নতুন ছেলে এসে দুর্দান্ত ইনিংস খেলে। ভয়ডরহীন প্রতিআক্রমণে ম্যাচ খুলে দিয়ে যায়। অক্ষত রঘুবংশী দারুণ প্রতিভা। আজ ও অসাধারণ ইনিংস খেলল।”

এরপাশাপাশা বাংলার কোচ বলেন,”দিনের শেষ সেশনে আমরা ২টো উইকেট তুলে নিতে পেরেছি। সুতরাং, আমরা ম্যাচে রয়েছি। আমার মনে হয় ওদের আরও ৫০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে আমরাই ম্যাচে এগিয়ে থাকব। এমন পিচে উইকেট নিতে হলে স্পেশাল ডেলিভারির দরকার হয়। আমাদের পেসাররা অসাধারণ বল করেছে। তবে স্পিনারদের সাধারণ লেগেছে প্রথম দিনে। আশা করি কাল সকালেই ওদের গুটিয়ে দিতে পারব।”

আরও পড়ুন:India Team: আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ

 

 

 

spot_img

Related articles

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...

৭ নম্বর ফর্ম জমা দেওয়ার নামে ইআরও অফিস ভাঙচুর বিজেপির

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের ফল এবার আরও স্পষ্ট করে দিচ্ছে খোদ বিজেপি। ভোটার তালিকায় থাকা কোনও ব্যক্তির নাম বাদ...