Sunday, August 24, 2025

Weather Update: বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা

Date:

Share post:

ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather Department)। আসবে আসবে এই দোটানা চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে স্পষ্ট করে জানা গেল দিনক্ষণ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার আগমন। শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু। সেইসঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। একই সঙ্গে উত্তরবঙ্গেও (North Bengal) প্রবল বৃষ্টির (Rain)সম্ভাবনা। আগামী ৫ দিন উত্তরবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Alipur Weather Department)।

গতকালের বৃষ্টির পর স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাসফাঁস করা গরমের দিন শেষ করে আসতে চলেছে বর্ষা । আজও বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। আজ সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৯.৪ মিলিমিটার। আগামিকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে , তবে আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আপাতত নদিয়া, মুর্শিদাবা্‌ বীরভূম সহ উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিমে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে।

আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৃষ্টির জেরে পার্বত্য নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।



spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...