শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ সংক্রান্ত সেই অনিয়মের কারণে এবার প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি হারালেন সিপিএম নেতার ছেলে। উত্তর দিনাজপুরের বাম প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা অশোক পালের ছেলে অরিন্দম পাল চাকরি খোয়ালেন।

জানা গিয়েছে, অরিন্দমের বাবা রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের ধর পাড়ার বাসিন্দা।তিনি দীর্ঘ দিন ধরে বাম শিক্ষক সংগঠনের দাপুটে নেতা ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নিয়েছেন। বুধবার ছেলের চাকরি যাওয়া প্রসঙ্গে তার প্রাথমিক প্রতিক্রিয়া, আমার ছেলে একা নয়, অনেকেরই চাকরি গিয়েছে। আমি কাউকে কোনও টাকা দিইনি।

আরও পড়ুন- প্রতি ইউনিট রক্তের প্রসেসিং চার্জ বাড়ল ১০০ টাকা

প্রসঙ্গত, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারির মেয়ে অঙ্কিতার চাকরি গিয়েছে। পরেশ অধিকারিও এক সময়ে বাম শরিকদল ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন।
