Saturday, November 29, 2025

বিভাজনের রাজনীতি বরদাস্ত নয়, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না: বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না। এখানে অশান্তি বরদাস্ত করা হবে না। বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শনিবার, পৈলানের অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি (BJP)-কে একের পর এক তিরে বিদ্ধ করেন অভিষেক। তিনি বলেন, বিভাজনের রাজনীতি করে গেরুয়া শিবির।

অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ভোটের আগে বলেছিল আব কি পার ২০০ পার! কী হল? সত্তরে থেমে গেল তো! “বিজেপি নেতারা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূলে (TMC) ঢুকবে বলে। আমি তো গেট বন্ধ করে রেখেছি। গেট খুললে দলটা উড়ে যাবে।” ইডি-সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে অস্ত্র করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন ফের তোপ দাগেন অভিষেক। বলেন, “তোমাদের কাছে ইডি আছে, টাকা আছে। আমাদের মানুষ আছে। এই কর্মী আর কোথাও পাবেন না।”

আরও পড়ুন: নিঃশব্দে কাজ করার খতিয়ান প্রকাশ করেলেন অভিষেক, কী আছে পুস্তিকায়

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক বলেন, বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের জন্য বিমান। সাংসদ ভবনের জায়গায় তৈরি হচ্ছে সেন্ট্রাল ভিস্তা। আর সাধারণ মানুষের জন্য মোদি সরকারের টাকা নেই। “আমার টাকা কাটতে হলে আমার মাইনে কাটুন। মানুষের টাকা কাটবেন না।“

নরেন্দ্র মোদিকে আক্রমণ করে অভিষেক বলেন, ভোটের আগে প্রধানমন্ত্রী ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় সভা করেছিলেন। স্থানীয় মানুষ পাত্তা দেননি৷ মোদি বলেছিলেন, অভিষেক হেরে যাবেন ও আমতলায় তাঁর দলীয় অফিসে তালা দিয়ে দেবেন। কিন্তু ২০১৯-এ তিন লক্ষ ২২হাজার ভোটে জেতেন অভিষেক। উন্নয়নকে হাতিয়ার করে মানুষের পাশে থাকার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...