Tuesday, August 26, 2025

হিংসার জের, বিহারে ভোর ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলের

Date:

Share post:

কেন্দ্রের অগ্নিপথ(Agnipath) প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ। এর মধ্যে সবচেয়ে অগ্নিগর্ভ বিহার(Bihar)। ব্যাপক হিংসার জেরে এবার সেই বিহারে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল(Indian Rail)। শনিবার রেলের তরফে জানিয়ে দেওয়া হল বিহারে ভোর ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত কোনও ট্রেন চলবে না।

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে দেশের ১৩ টি রাজ্য। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিহারে। বহু ট্রেনে অগ্নিসংযোগের পাশাপাশি বিপুল পরিমাণ সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে এই রাজ্যে। রেলের রিপোর্ট বলছে, শুধুমাত্র বিহারে এই বিক্ষোভের জেরে ২০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রেলের। পাশাপাশি রেলের তরফে বিহারে বন্ধ করে দেওয়া হয়েছে ২১০ মেল এক্সপ্রেস, ১৫৯ প্যাসেঞ্জার ট্রেন, সব মিলিয়ে প্রভাবিত হয়েছে ৩৭১ ট্রেন। বিপুল পরিমাণ এই ক্ষতি সামাল দিতেই বিহারের জন্য এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল রেলের তরফে। শনিবার ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে বিহারে ভোর ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত কোনও ট্রেন চলবে না। অর্থাৎ রাতে মোট ৮ ঘন্টা ট্রেন চলবে এই রাজ্যে।

তবে শুধু রেল নয়, সমগ্র বিহার রাজ্যের হালও অত্যন্ত শোচনীয় এই হিংসাত্মক আন্দোলনের জেরে। বিক্ষোভ সামলাতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট, মোবাইল ও টেলিফোন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১৯ জুন পর্যন্ত এই জেলাগুলির ইন্টারনেট ও টেলিকম পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিয়ে ওই বারোটি জেলাকে রাজ্যের বাকি অংশের থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিহারের স্বরাষ্ট্র দফতর।


spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...