Monday, August 25, 2025

হিমাচলে রোপওয়েতে আটকে ১১ পর্যটক, শুরু উদ্ধারকাজ

Date:

Share post:

বেড়াতে গিয়ে বিভ্রাট। হিমাচলের সোলানে মাঝপথে খারাপ হয়ে গেল চলন্ত রোপওয়ে। ঝুলন্ত অবস্থায় আটকে পড়েছেন ১১ পর্যটক। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে প্রায় দু’ঘণ্টা ধরে রোপওয়েতে আটকে রয়েছেন পর্যটকেরা। তবে খবর পাওয়া মাত্রই সেনাবাহিনী উদ্ধার কাজে হাত লাগিয়েছ লাগিয়েছে। সেনা তাঁদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ করছেন। রোপওয়েটির মধ্যে যারা আটকে পড়েছেন তাদের মধ্যে অধিকাংশই মহিলা চারজন মহিলাকে উদ্ধার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এ বিভ্রাট। সংশ্লিষ্ট তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের কাছে এই ঘটনার কারণ জানতে চাওয়া হয়েছে।

 

সোমবার সোলানের পারওয়ানের টিম্বার ট্রেল রোপওয়েতে আটকে পড়েন ১১   জন যাত্রী। সূত্রের খবর, সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। রোপওয়ের ট্রলিতে যাঁরা আটকে পড়েছিলেন, তাঁদের মধ্যে অনেকে ছিলেন মহিলা। তাঁদেরই আগে উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত চার জনকে আটকে পড়া রোপওয়ের ট্রলি থেকে বার করে আনা সম্ভব হয়েছে। সূত্রের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে আটকে পড়ে রোপওয়ের ট্রলিটি।

টিম্বার ট্রেলের উপরে রোপওয়েটি যে জায়গায় আটকে পড়েছে, সেই জায়গাটি সমতল থেকে খুব বেশি উঁচু নয়। তাই, ট্রলিতে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে খুব বেশি সমস্যা হচ্ছে না বলেই জানা গিয়েছে। সোলানের পুলিশ সুপার সংবাদ সংস্থা এএনআই-কে জানান, ঘটনাস্থলে থেকে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে টিম্বার ট্রেলের আধিকারিকেরা এবং পুলিশ।

 

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...