Saturday, November 29, 2025

Tripura: 23 তারিখের উপনির্বাচনেই 23-এর বিধানসভা জয়ের খুঁটিপুজো: অভিষেক

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, সুরমা

আগামী 23 তারিখ ত্রিপুরায় (Tripura) 4 কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু এই উপনির্বাচনে জয়ের মধ্যে দিয়েই আগামী বছর ত্রিপুরার বিধানসভা নির্বাচনের খুঁটিপুজো করতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার, ত্রিপুরার সুরমায় নির্বাচনী জনসভায় এই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি বলেন, “23 তারিখ ভোট দিয়ে আগামী 2023 ত্রিপুরায় পরিবর্তন নিশ্চিত করুন”।

ত্রিপুরার বিজেপি (BJP) সরকারকে তুলোধনা করেন অভিষেক। বলেন, ডবল ইঞ্জিন সরকারের নামে ত্রিপুরায় ডবল চুরি করছে বিজেপি। ডবল ইঞ্জিন সরকার মানে- দিল্লিতেও চুরি আর ত্রিপুরাতেও চুরি। ত্রিপুরার স্বাস্থ্য-শিক্ষার অবস্থা বেহাল, গণতন্ত্র ভূলুণ্ঠিত। বিজেপি ক্ষমতায় থাকলে দিল্লি (Delhi) থেকে রিমোট কন্ট্রোলে রাজ্য চালানো হয়। ত্রিপুরা কেন দিল্লি চালিত করবে? ভূমিপুত্ররাই ত্রিপুরা চালাবে।

বিগত বাম এবং কংগ্রেস জমানাকেও এক তিরে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মতে, ত্রিপুরায় কংগ্রেস-সিপিএম (Congress-BJP) ক্ষমতায় ছিল। তারা কোনও কাজ করেনি। সারা দেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র ব্যক্তি যিনি চোখে চোখ রেখে লড়াই করছেন। সেই কারণে বিজেপি বিরোধী যাঁরা, তাঁরা সিপিএম-কংগ্রেসকে ভোট দেবেন না। ওদের ভোট দিলে ভোট নষ্ট হবে। অভিষেকের অভিযোগ, বিজেপি বিরোধিতা করলেই ইডি-সিবিআই (ED-CBI) দিয়ে ভয় দেখানো হচ্ছে। তবে, তৃণমূলকে ধমকে-চমকে লাভ হবে না বলে ফের জানান অভিষেক। “বিজেপি হল ভাইরাস, আর ভ্যাকসিনের নাম হল তৃণমূল কংগ্রেস”।

অভিষেক প্রশ্ন তোলেন, বাংলায় যেসব উন্নয়নমূলক প্রকল্প আছে ত্রিপুরা কেন তার সুবিধা পাবে না? বাংলায় কন্যাশ্রী-যুবশ্রী-স্বাস্থ্যসাথী-স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ পান রাজ্যবাসী। ত্রিপুরায় তৃণমূল ক্ষমতায় এলে সেই সব সুবিধা সে রাজ্যের মানুষ পাবে। অভিষেক বলেন, তৃণমূল যে প্রতিশ্রুতি দেয়, তা পালন করে। আর বিজেপি জুমলা করে। 15 লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি করেছিল মোদি সরকার। অথচ এখন পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে সংকটে ফেলেছে। অভিষেকের দাবি, বাংলায় গো-হারা হেরে পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমাতে বাধ্য হয়েছিল কেন্দ্রের মোদি সরকার। ত্রিপুরাতে হারলে দাম আরও কমাবে।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...