Monday, August 25, 2025

রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী, বিল পাশ বিধানসভায়

Date:

Share post:

এবার রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বিধানসভার অধিবেশন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ‘দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব্ হেলথ সায়েন্সেস সংসোধনী বিল’ পেশ করেন। রাজ্যপাল (Governor) এই বিলে সই করবেন কি না তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় চন্দ্রিমা বলেন, সংবিধানে স্বাস্থ্য যৌথ তালিকাভুক্ত বিষয়। কেন্দ্রের মতো রাজ্যেরও অধিকার আছে আইন প্রণয়নের। এরপর কেউ যদি বলেন, সই করবেন না, তাহলে তিনি শিশু সুলভ আচরণ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ইউজিসির (UGC) অনুমোদনপ্রাপ্ত হলেও কোনও কেন্দ্রীয় অনুদান মিলছে না। তবে রাজ্য সরকার উদার হাতে এই বিশ্ববিদ্যালয়কে অর্থ সাহায্য করছে। ২১-২২ সালে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে ৫৫.৬৩ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। ২০০৩ সালে বাম আমলে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সব পদক্ষেপের কথা তুলে ধরে চন্দ্রিমা বলেন ২০০৩ থেকে ১১ পর্যন্ত মাত্র ৭৯ কলেজের আওতায় ছিল। ২০১১ থেকে এপর্যন্ত তা বেড়ে ২২৯ টি কলেজ হয়েছে। স্নাতক নিম্ন থেকে স্নাতকোত্তর স্তরে ১৪৬ টি কোর্স পড়ানো হয়।
বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিধায়ক মনোজ টিগ্গা এই বিলের বিরোধিতা করেন। রাজ্যপালকে সরিয়ে আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে আনার তীব্র সমালোচনা করেন বিজেপি বিধায়ক। বিরোধিতা করেন অগ্নিমিত্রা পাল, মুকুটমণি অধিকারী, শঙ্কর ঘোষ, অম্বিকা রায়ও। শাসকদলের তরফে নির্মল মাঝি, মধুসূদন ভট্টাচার্য, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়রা বিলের সমর্থনে বক্তব্য রাখেন। আলোচনার শেষে ভোটাভুটিতে বিলটি সভায় গৃহীত হয়।


spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...