Neymar: বড়সড় বিপদ থেকে বাঁচলেন নেইমার, মাঝ আকাশে বিপদে পড়ল ব্রাজিলিও তারকার বিমান

বার্বাডোজ থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Christiano Ronaldo) পর এবার দুর্ঘটনার কবলে পড়লেন ব্রাজিলিও সুপারস্টার নেইমার জুনিয়র (Neymar Junior)। মাঝ আকাশে বিপদে পড়ল ব্রাজিলের এই সুপারস্টারের ব্যক্তিগত বিমান। বার্বাডোজ থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে। ঝাঁকুনি শুরু হয় প্রচন্ড। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে নেইমারের বিমান। নেইমারের সঙ্গে ছিলেন তাঁর বোন। বিমানে ওঠার আগে নিজের সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে ছবিও পোস্ট করেন নেইমার।

বোনের সঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। ব্রাজিলে ফেরার সময়ই মাঝ আকাশে এই বিপত্তি ঘটে। ছোট বিমান হওয়ায় ঝুঁকি নিতে চাননি পাইলট। শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে নেইমারের বিমান। নেইমার এবং তাঁর বোনের কোনও আঘাত লাগেনি বলেই জানা যায়।

গত সোমবারই দুর্ঘটনার কবলে পড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি বহুমূল্য গাড়ি। স্পেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারেন। যদিও দুর্ঘটনার সময় রোনাল্ডো অবশ্য গাড়িতে ছিলেন না।

আরও পড়ুন:Wriddhiman Saha: ‘সিএবি চাইলেই সব ঠিক করতে পারত’, বললেন ঋদ্ধি

 

 

Previous articleমানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হলফনামা তলব হাইকোর্টের
Next articleরাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী, বিল পাশ বিধানসভায়