Thursday, December 18, 2025

ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে নূপুর শর্মার মন্তব্যে, ক্ষুব্ধ ডোভাল

Date:

Share post:

মুসলিম ধর্মগুরুকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যে দেশ তথা বিদেশে ক্ষোভের আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। তাঁর মন্তব্যের জেরে আন্তর্জাতিক মঞ্চেও বেশ চাপের মুখে পড়তে হয়েছে ভারতকে(India)। এই ইস্যুতেই এবার মুখ খুললেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল(Ajit Doval)। গোটা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ডোভাল জানালেন, এই মন্তব্যে ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু যেভাবে ভারত সম্পর্কে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে তাও যে সত্যের থেকে অনেক দূরে, সেকথাও মনে করিয়ে দিলেন তিনি।

সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ডোভাল জানান, “এই মন্তব্যে ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক মঞ্চে। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তব থেকে বহু দূরে অবস্থিত। সম্ভবত এই পরিস্থিতিতে আমাদের উচিত ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের আশ্বস্ত করা।” পাশাপাশি অগ্নিপথ বিতর্কের ইস্যুতেও ডোভাল জানান, “সেনাবাহিনীর মূল বিষয়টাই হল শারীরিক সক্ষমতার পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা, আত্মবিশ্বাস। একজন সেনা যখন বাহিনীতে যোগ দেন তখন সে তাঁর তারুণ্য দেশসেবায় নিয়োগ করেন। বর্তমানে যে বিক্ষোভ আন্দোলন চলছে তা একেবারেই ঠিক নয়। দেশের প্রতি গভীর ভালোবাসা, আত্মবিশ্বাস না থাকলে সেনায় যোগ দেওয়া উচিত নয়।”

এদিকে নুপূরের সঙ্গেই দল থেকে বহিষ্কৃত আরেক বিতর্কিত নেতা নবীন জিন্দাল দাবি করেছেন, তিনি মোটেই কারও ভাবাবেগে আঘাত করতে চাননি। তাঁর মন্তব্যকে ভুল বোঝা হচ্ছে। সপরিবারে মথুরার বাঁকে বিহারী মন্দিরে এসেছেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তাঁকে বলতে শোনা যায়, ”আমি বাঁকে বিহারীর কাছে প্রার্থনা করব, যেন দেশে শান্তি থাকে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। কোনও ভাবেই কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কোনও রকম উদ্দেশ্য ছিল না আমার। আসলে যেভাবে অনেকে আমাদের দেবদেবীদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করছিল, তাদের উদ্দেশেই আমার প্রশ্ন ছিল। কারও ভাবাবেগে আঘাত করতে আমি চাইনি। আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি।”


spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...