Friday, May 9, 2025

রাজ্যপালকে বিল আটকে রাখতে বলেছে বিজেপি, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে বিধানসভায় বিল পাশ করেছে সরকার। মঙ্গলবার সেই বিল পাঠানো হয় রাজভবনে। তবে এই বিলে রাজ্যপাল যাতে সাক্ষর না করেন তার জন্য মঙ্গলবারই রাজভবনে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এবং তারাই রাজ্যপালকে জানান এই বিলে যেন অনুমোদন না দেওয়া হয়। এই অভিযোগেই বুধবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনল তৃণমূল। বিধানসভায় এই প্রস্তাব পাশও হয়ে গিয়েছে।

তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য সংক্রান্ত বিল নিয়ে বিধানসভাতে ভোটাভুটি হয়েছে। ভোটে বিজেপি গোহারা হেরেছে। তারপরও রাজভবনে গিয়ে এই ধরনের দরবার আসলে সদনের মর্যাদায় আঘাত করা। এই প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে জানান, “আপনাদের রাজভবনে গিয়ে বিলে অনুমোদন না দেওয়ার দরবার করা ঠিক হয়নি।”

উল্লেখ্য, এই বিল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, বিধান পরিষদ এবং রাজ্যের নাম বাংলা যেমন হয়নি তেমন এই বিলও দিনের আলো দেখবে না। শিক্ষা কেন্দ্র–রাজ্য যৌথ তালিকার বিষয়। তাই এই বিল রাজভবনে যাবে। তারপর নয়াদিল্লিতে গিয়ে পড়ে থাকবে। শুভেন্দুর বক্তব্যের পরই তৃণমূলের তরফে পাল্টা তোপ দেগে বলা হয়, রাজ্যপাল যে বিজেপির এজেন্ট আর রাজভবন বিজেপির পার্টি অফিস সেটা শুভেন্দুই স্পষ্ট করে দিয়েছেন। তৃণমূলের এই দাবি আরও একবার প্রমাণিত হল রাজভবনে গিয়ে বিজেপি বিধায়কদের তরফে রাজ্যপালকে বিলে সই না করার আবেদন।


spot_img

Related articles

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...

ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে...