সন্ধেয় কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব কলকাতা, হাওড়া, হুগলিতে ঝড়-বৃষ্টি হতে পারে৷ দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

ভোরবেলা ঝেঁপে বৃষ্টি নেমেছিল শহর জুড়ে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে ঠিকই।তবে সন্ধের দিকে ফের কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব কলকাতা, হাওড়া, হুগলিতে ঝড়-বৃষ্টি হতে পারে৷ দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷এরই পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও৷

আরও পড়ুন- Zaheer Abbas: আইসিইউতে ভর্তি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আববাওয়া দফতর। শুক্রবার ২৪ জুন বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া ও মুম্বইয়েও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ, বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায়। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।শুক্রবার ঝাড়খন্ড ও বিহার সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

 

Previous articleCorona update: বেলাগাম করোনা, একদিনে ৫৫ শতাংশ বাড়ল সংক্রমণ 
Next articleরাজ্যপালকে বিল আটকে রাখতে বলেছে বিজেপি, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের