Thursday, May 8, 2025

যোগীর বুলডোজার রাজ: প্রধান বিচারপতিকে চিঠি ৯০ অবসরপ্রাপ্ত আমলার

Date:

Share post:

উত্তরপ্রদেশে বুলডোজার অভিযান চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি দিলেন ৯০ জন অবসরপ্রাপ্ত আমলা। তালিকায় রয়েছেন দেশের প্রাক্তন আইএএস, আইপিএস এবং আইএফএস অফিসাররা। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা। চিঠিতে বলা হয়েছে, সরকারের সমালোচনা অথবা কোনও প্রতিবাদে সামিল হলেই নিষ্ঠুরভাবে তাঁদের বাড়িতে বুলডোজার চালানো একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে।

চিঠিতে প্রাক্তন আমলারা উল্লেখ করেছেন, “আইনের শাসনে যতক্ষণ পর্যন্ত না দোষ প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। সেই ব্যবস্থাকে দুরে সরিয়ে রাখা হয়েছে। ” প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে প্রাক্তন আমলারা উল্লেখ করেছেন, “সংখ্যাগরিষ্ঠ সরকারের মধ্যে অংহকার রয়েছে। তার ওপর ভর করেই সাংবিধানিক মূল্যবোধ এবং নীতির প্রতি অসম্মান করা হচ্ছে।” বুলডোজার অভিযানের নিন্দা করে চিঠিতে বলা হয়েছে, “রাজনৈতিক স্বার্থের জন্য পুর আইন লঙ্ঘন করে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে প্রশাসন এবং পুলিশি ব্যবস্থা উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠ নিষ্ঠুরতার যন্ত্র হয়ে উঠছে।” প্রাক্তন আমলাদের আরও অভিযোগ, কোনও প্রতিবাদ, বিক্ষোভকে নিষ্ঠুরভাবে দমন করতে জাতীয় নিরাপত্তা আইন ১৯৮০ এবং উত্তরপ্রদেশ গ্যংস্টার ও সমাজবিরোধী দমন আইন লাগু করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন, “এই নীতি অনুমোদন করা হয়েছে সরকারের শীর্ষস্তর থেকে এবং যেখানে স্থানীয় আধিকারিক এবং পুলিশ ক্ষমতার অপব্যবহারের জবাব দিতে বাধ্য, সেখানে আসল দোষী সরকারের শীর্ষস্তরের রাজনৈতিক প্রতিনিধিরা। ” প্রাক্তন আমলাদের আবেদন, শীর্ষ আদালতের উচিত, এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সমূলে বিনাশ করা। চিঠিতে বলা হয়েছে, “যেটা আরও বেশি বিপজ্জনক, তা হল বুলডোজার বিচার। আইনি পথে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো ব্যতিক্রমের পরিবর্তে একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে”

প্রধান বিচারপতিকে লেখা চিঠিকে স্বাক্ষর রয়েছে ভারতের প্রাক্তন হাইকমিশনার দেব মুখার্জি,প্রাক্তন আইএএস অফিসার কল্যাণী চৌধুরী, অর্থমন্ত্রকের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা নীতিন দেশাই, প্রাক্তন আইএএস গৌরিশঙ্কর ঘোষ, প্রাক্তন বিদেশসচিব শিবশঙ্কর মেনন, প্রাক্তন হাইকমিশনার শিবশঙ্কর মুখার্জি, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাই, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিং এর মতো প্রাক্তন আমলারা।

আরও পড়ুন- মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

 

 

spot_img

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...