পর্যটন কেন্দ্রে ‘হোম স্টে’ তৈরিতে বাড়তি উদ্যোগ রাজ্যের, জানালেন ইন্দ্রনীল সেন

রাজ্যের পর্যটন ক্ষেত্রে নতুন সংযোজন ‘হোম স্টে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী এই ‘হোম স্টে’ তৈরিতে জোর দিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সময়ে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার ‘হোম স্টে’ তৈরির বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন।বৃহস্পতিবার বিধানসভায় পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, আগামী ছ মাসের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ‘হোম স্টে’ সংখ্যার নিরিখে দেশের মধ্যে এক নম্বর স্থানে পৌঁছে যাবে।

আরও পড়ুন- কল্যাণময়কে সরিয়ে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়
এ দিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ‘হোম স্টে’ নিয়ে একাধিক বিধায়ক প্রশ্ন তোলেন । তারই জবাব দিতে গিয়ে মন্ত্রী হোম স্টে নিয়ে রাজ্যের অগ্রগতি সম্পর্কে সকলকে অবহিত করেছেন । বিধায়ক শ্রীকান্ত মাহাতোর প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী বলেন, “রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্যে হোম স্টে পলিসি ২০১৭ সালে প্রথম শুরু হয় । ২০১৯ সালে তার সংশোধনী পাশ করানো হয়। বর্তমানে নতুন করে আরও বৃহত্তর পরিধিতে ‘হোম স্টে’-কে নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করেছি।এই মুহূর্তে গোটা দেশে ‘হোম স্টে’-র নিরিখে আমরা চার নম্বরে রয়েছি। আগামী ৬ মাসের মধ্যে রাজ্য এক নম্বরে উঠে আসবে ।”