Saturday, December 27, 2025

লক্ষ্য শিল্পায়ন: আসানসোল-নয়াচরে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ২০২১-এ বিধানসভা ভোটে বিপুল আসনে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন রাজ্যে শিল্প এবং কর্মসংস্থানই এখন তাঁর পাখির চোখ। করোনাকাল কাটিয়ে গত এপ্রিলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আন্তর্জাতিক শিল্পমহলের কাছে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন (Nabanna) থেকে রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে বড় পদক্ষেপের কথা ঘোষণা করেন মমতা। জানান, সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আসানসোলে (Asansole) সেল গ্যাস পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জিএসআই (GSI) ইতিমধ্যেই সার্ভে করেছে। সেল গ্যাসের বিশাল সম্ভাবনা রয়েছে ওখানে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের অনুমোদন নিয়েই আমরা এটা করছি। সেল গ্যাসের উৎপাদনে আমরা ছাড় দিয়েছি।“

মুখ্যমন্ত্রী জানান, এখানে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। একইসঙ্গে হবে প্রচুর কর্মসংস্থান। আগামী দু’তিন বছরে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে সেল গ্যাসের উৎপাদনে। এখানে বড় শিল্প সম্ভাবনা শুরু হয়েছে। নয়াচরের ক্ষেত্রে আগের সরকারের আমলে যে চুক্তি হয়েছিল সেটা বাতিল করা হয়। সেখানে অ্যাকোয়া হাব ও সোলার পার্কে ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, এই নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্ট গড়ে তুলতে চায় রাজ্য সরকার। নয়াচরের প্রতি বর্গমিটার জমি বছরে ১৭০০ কিলোওয়াট সৌরবিকিরণ পায়। তাই সেটাকে গুরুত্ব দিয়েই মুখ্যসচিব একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে অচিরাচরিত শক্তি দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিন বামফ্রন্ট সরকারের নয়াচর চুক্তি বাতিল ঘোষণা করা হল।



spot_img

Related articles

‘জনগণমন’ প্রথম গাওয়া হয়েছিল আজকের দিনে, জাতীয় সংগীতকে স্মরণ অভিষেকের

জাতীয় সঙ্গীত হিসেবে রচিত হওয়ার অনেক আগেই 'জনগণ মন অধিনায়ক জয় হে' গানটি রচিত হয়েছিল। কবিগুরুর সেই অমর...

তাপমাত্রার পারদের পতন অব্যাহত, শনিবার মরশুমের শীতলতম দিন

বছর শেষের বাংলা জুড়ে শীতের (Winter) জমাট ব্যাটিং, প্রতিদিনই নামছে তাপমাত্রার (Temparature)পারদ। কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রার পারদ...

শীতের আমেজে মিতিন মাসি স্পেশাল স্ক্রিনিংয়ে তারকা সম্ভার

মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে বাঙালি পাঠকের মনে বড় অংশ জুড়ে আজও মিতিন মাসি( Mitin Masi)। আর সেই মিতিনকে...

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...