চাকরি পাওয়া ২৭৮৭ জনের আবেদনপত্র কোর্টে দেখাতে পারল না পর্ষদ

প্রাথমিক শিক্ষক হিসেবে যে ২৭৮৭ জনকে চাকরি দেওয়া হয়েছে তাদের কোনো আবেদন পত্র আদালতে দেখাতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার কলকাতা হাইকোর্টে শুনানির সময় এই সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়ার কথা ছিল । কিন্তু পর্ষদ একটি আবেদনপত্রও জমা দিতে পারেনি। কী কারণে পর্ষদ ওই নথিগুলি জমা দিতে পারেনি তার জবাব মামলাকারীরা আদালতে দিয়েছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকারীরা জানিয়েছেন , ২০১৪ সালের টেট পরীক্ষায় বসার জন্য মোট ২৩ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন । এঁদের মধ্যে ২১লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। দেড় লক্ষ প্রার্থী পাশ করেছিলেন। মামলাকারীদের অভিযোগ, যে ২৭৮৭ জনকে চাকরি দেওয়া হয়েছে তাঁরা এঁদের কোনও বিভাগেই পড়েন না। তাঁরা চাকরির জন্য আবেদনই করেননি। মামলাকারীদের এই অভিযোগের ভিত্তিতে পর্ষদকে ২৭৮৭ জনের চাকরির আবেদনপত্র আদালতে জমা দিতে বলা হয়েছিল। কিন্তু পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ২৩ লক্ষ আবেদনের মধ্যে ২৭৮৭ জনের আবেদনপত্র খুঁজেই পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নতুন মোড় নিল ।

তবে ওই আবেদনপত্র গুলি জমা দিতে না পারলেও পর্ষদ আদালতের চাওয়া অন্যান্য নথি জমা দিয়েছে পর্ষদ । দ্বিতীয় মেধাতালিকা, পরীক্ষার্থীদের বাড়তি এক নম্বর করে দেওয়ার সিদ্ধান্তের প্রস্তাবপত্র, এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি যে মত দিয়েছিলেন, নির্বাচন কমিটির সদস্য এবং তাঁদের মতামত এবং শিক্ষা দফতরের অনুমতিপত্রও আদালতের কাছে জমা দেয় পর্ষদ। বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে সেই নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন

 

Previous articleসুপ্রিমকোর্টে মহারাষ্ট্র সংকট: দলত্যাগ বিরোধী আইনে শিন্ডেদের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন
Next articleরাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র পেশ করে মমতা-সোনিয়াকে ফোন দ্রৌপদী মুর্মুর !