Sunday, August 24, 2025

Trolley Bus in city: পুজোর আগেই কলকাতায় চলবে ট্রলি বাস! 

Date:

Share post:

কলকাতার সব রাস্তায় চলবে না ট্রাম, বৃহস্পতিবার বিধানসভায় এই কথা জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Transport Minister Firhad Hakim)। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ট্রলি বাসের (Trolley Bus)কথা জানান হয়। এবার সেই ট্রলি বাস দুর্গোৎসবের আগেই মহানগরীর রাজপথে চালানর পরিকল্পনা রাজ্য পরিবহণ দফতরের (West Bengal Transport department)।

যেখানে বেশি গতিতে গাড়ি চলে, সেখানে ট্রাম চললে গাড়ির গতি কমে যাবে। এর প্রভাব পরবে ট্র্যাফিক ব্যবস্থার উপর। তাই কিছু রুটে ট্রাম তুলে দেওয়া হবে, পাশাপাশি সেই রুটগুলিতে বৈদ্যুতিক বাসের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে ১০০টি বৈদ্যুতিক বাস (Electric Bus)আছে। আরও ৪০০টি বাস নামানো হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। ট্রলি বাসের (Trolley Bus)কথাও ঘোষণা করা হয়েছে। এবার সেই বাস পুজোর আগেই শহরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে ট্রলি বাসের সেট বাস ডিপো’তে রেখে পরীক্ষামূলক ভাবে দেখা হবে। অনেকেই প্রশ্ন করছেন কেমন হবে এই আধুনিক ট্রলি বাস? যদিও একে বাস বলা হয় কিন্তু আদপে এটি ট্রামের আধুনিক সংষ্করণ। ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশে প্রায়শই এই ঝাঁ চকচকে বাসের দেখা মেলে। অনেকটা ট্রামের কায়দাতেই ওভারহেডের তার থেকে বিদ্যুৎ নিয়ে চলবে এই ট্রলি বাস। ট্রলি বাস ট্রাম লাইন ছাড়াও যাতায়াত করতে পারবে ৷ বিশেষ করে নানা ক্রসিংয়ে মিলবে এই সুবিধা। আর এই যাতায়াতের জন্যে ইলেকট্রিক নয়, বাসে থাকছে ব্যাটারি। যখন বিদ্যুতের সাহায্য নিয়ে এই বাস চলবে তখন ব্যাটারি নিজে থেকেই চার্জ হয়ে যাবে।
এই বাস চালাতে ঠিক কত খরচ হতে পারে? কলকাতায় রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে ট্রলি বাস নিয়ে সমীক্ষা পর্ব চালাচ্ছে একটি সংস্থা। সেই সংস্থার কর্মকর্তারা জানাচ্ছেন যেহেতু শহরের একাধিক জায়গায় ট্রাম লাইন এখনও আছে এবং ট্রাম নেটওয়ার্ক-এর জন্যে বিদ্যুতের খুঁটি একাধিক জায়গায় আছে। ফলে বিদ্যুৎ পরিবহণের জন্যে আলাদা করে খুঁটি পোঁতার প্রয়োজন নেই ৷ সেই পরিকাঠামো প্রস্তুত আছে ৷ শুধু প্রয়োজন ট্রলি বাস সেট। প্রাথমিক পর্বে ট্রলি বাস কেনা হতে পারে বা কলকাতার আধুনিক ট্রামকে ট্রলি বাসে রূপান্তরিত করা যেতে পারে।



spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...