Sunday, November 16, 2025

মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি সাজিদ মীর গ্রেফতার পাকিস্তানে, ১৫ বছরের সাজা

Date:

Share post:

২৬/১১ মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম চক্রী জঙ্গি(Terrorist) সাজিদ মীরকে(Sajid Mir) গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। জানা গিয়েছে, জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে লাহোরের(Lahore) এক আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল কুখ্যাত এই জঙ্গি। চলতি মাসেই তাকে ১৫ বছরের শাস্তি দেয় আদালত।

২০০৮ সালে ১০ পাক জঙ্গির হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই(Mumbai)। গোয়েন্দাদের দাবি, হামলা চলাকালীন পাকিস্তানের মাটিতে বসে এই ১০ জঙ্গিকে সমস্ত রকম নির্দেশ দিচ্ছিল হামলার অন্যতম মাথা এই মীর। কুখ্যাত এই জঙ্গি ভারত তো বটেই আইএফবি মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ফলে তাকে গ্রেফতারের জন্য পাক সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় দুই দেশের তরফে। রীতিমতো চাপের মুখে পড়ে গত এপ্রিল মাসে তাকে গ্রেফতার করে পাক সরকার। বর্তমানে পাঞ্জাবে কোট লখপত জেলে বন্দি রয়েছে সে। যদিও পাকিস্তানের তরফে তার বিরুদ্ধে জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, একেই জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে বিশ্ব মঞ্চে কোণঠাসা পাকিস্তান। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ‘ধূসর তালিকা’ থেকে বেরতে মরিয়া পাকিস্তান। একাধিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিক মদত দেওয়া জন্য ২০১৮ সালেই পাকিস্তানকে ‘ধূসর তালিকা’ভুক্ত করে তারা। এই বিষয়ে সংস্থার তরফে পাক সরকারকে একাধিকবার হুঁশিয়ারিও দেওয়া হয়। সেই সময় বলা হয়েছিল, আগামী দিনে তাদের (পাকিস্তান) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যার জেরেই আইএসআইয়ের খাস লোক মীরকে গ্রেফতার করল তারা। মীরের গ্রেপ্তারি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পাক প্রশাসন। ফলে খবরটির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


spot_img

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...