Wednesday, November 5, 2025

কোচবিহার পুলিশের বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী

Date:

Share post:

কোচবিহারে জেলা পুলিশের বড় সাফল্য। আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কোচবিহার (Coochbehar) জেলা পুলিশের (Police) স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। গোপন সূত্রে খবর পেয়ে, গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণ চওড়া রেলগেট এলাকায় একটি গাড়ি আটকে তল্লাশি করে ৫ টি দেশীয় পিস্তল-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। নাম রাহুল কুমার মাহাতো, সানি কুমার পাশওয়ান, ধনঞ্জয় শাহ।

মঙ্গলবার. কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার (Sumit kumar) সাংবাদিক বৈঠক করে পুলিশের এই সাফল্য তুলে ধরেন। তিনি জানান, তাদেরকে জেরা করে মূলত কোথায় এই আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তথ্য বের করা হবে। তবে মনে করা হচ্ছে সম্ভবত দিনহাটাতেই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলি। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি পুলিশ সুপার। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সুমিত কুমার। কোচবিহারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ-প্রশাসন সদা সতর্ক রয়েছে বলেও জেলা পুলিশ সুপার জানান।

পুলিশ সূত্রে খবর, একটি ব্যাগে করে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সেই ব্যাগটিকেও বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি এই কাজে ব্যবহৃত একটি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিছুদিন আগেই দিনহাটায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মেলে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় বিভিন্ন জায়গা থেকে। সে জায়গায় দাঁড়িয়ে খোঁজ বিহারের এই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ আরো নতুন কোন তথ্য পায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই।


spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...