এজবাস্টনে ইংল্যান্ডের ( England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমে অনন্য নজির গড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার ৮৯ বলে শতরান করে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসাবে দ্রুততম টেস্ট শতরানের রেকর্ড গড়েন তিনি। এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ( Ms Dhoni)। এতদিন ১৭ বছরের পুরনো রেকর্ড ছিল ক্যাপ্টেন কুলের নামে।

২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ বলে টেস্ট শতরান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন পন্থ। শুক্রবার ১৫০-র মধ্যে ভারতের প্রথম ইনিংস যখন গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হন পন্থ। ১১১ বলে ১৪৬ রানের লড়াকু ইনিংস খেলেলেন তিনি। ৮৯ বলে সেঞ্চুরি করেন পন্থ। এরপাশিপাশি পন্থ প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে জোড়া শতরান করার নজির গড়লেন।

