ধর্মীয়ভাবাবেগে আঘাত করে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্যে দেশজুড়ে হিংসার বাতাবরণ। গোটা দেশে আগুন লাগিয়েছেন তিনি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে নূপুর শর্মাকে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছে। যা নিয়ে আগেই অস্বস্তি বেড়েছে। এবার বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুরের বিরুদ্ধে আমহার্স্ট থানায় অভিযোগ দায়ের হয়। এরপর ২৫ জুন আমহার্স্ট থানার তরফে তাঁকে তলব করা হয়েছিল। সেই হাজিরা এড়িয়ে যান নূপুর। তারও আগে
নারকেলডাঙা থানায় অভিযোগ করা হয় নূপুর শর্মার বিরুদ্ধে। গত ২০ জুন তাঁকে তলব করে কলকাতা পুলিশ। সেই সময়ও হাজিরা দেননি তিনি। তখন কলকাতা পুলিশকে ইমেল মারফৎ চিঠি পাঠিয়ে চার সপ্তাহের সময় চেয়ে নেন নূপুর।

এবার বিজেপির বহিষ্কৃত সেই নেত্রীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ। যা নিয়ে ঘোর বিপাকে নূপুর শর্মা।
