Thursday, August 21, 2025

লোকসভায় বঙ্গে বিজেপির স্কোর নিয়ে শুভেন্দু-সুকান্তর সংখ্যা তত্ত্বে বিস্তর ফারাক! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বঙ্গ বিজেপির নেতারা কল্পনার জগৎ থেকে কিছুতেই নিজেদের আলাদা করতে পারছেন না। সম্প্রতি, রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২০২৪ লোকসভা ভোটে বাংলায় ৪২টির মধ্যে ৩৬টি আসন পাবে বিজেপি। এখানেই শেষ নয়, অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে শুভেন্দুর দাবি, ওই বছরই বাংলাতেও উল্টে যাবে সরকার। ক্ষমতায় আসবে বিজেপি।

কিন্তু সেই সংখ্যা মানতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আবার শুভেন্দুর দাবি করা সংখ্যাটি একঘায়ে কমিয়ে দিলেন ১১টি। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে এখন তেলেঙ্গানার হায়দরাবাদ রয়েছেন শুভেন্দু-সুকান্ত। সেখানেই বঙ্গ বিজেপি সভাপতি বলেছেন, চব্বিশের ভোটে বাংলায় বিজেপি ২৫টি আসন পাবে।

তাহলে কি দুই নেতার মধ্যে মতান্তর রয়েছে? উত্তর, একেবারেই নয়। বরং দলের বিদ্রোহীদের কোপ থেকে রক্ষা পেতে শুভেন্দু-সুকান্ত বঙ্গ বিজেপির হরিহর আত্মা। তা হলে এই সংখ্যার ফারাক হচ্ছে কেন? উত্তর, আসলে এটা সিরিয়াস কোনও হিসাবই নয়। বলার জন্যই বলা। এবং দু’জনেই জনবিচ্ছিন্ন। শীর্ষ নেতাদের খুশি রাখতে এবং কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে এই টোটকা শুভেন্দু-সুকান্তর। আর মিথ্যার প্রলাপ কোনওদিন একই হয় না। অসংলগ্ন হয়। তাই একে জনের সঙ্গে অপরজনের এই বিশাল সংখ্যার ফারাক।

এদিকে, শুভেন্দুর ৩৬ আর সুকান্তর ২৫ নিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় কটাক্ষ করতে ছাড়লেন না। তাঁর কথায়, “ওরা স্বপ্নের পোলাওয়ে ঘি ঢালছে। যে যেমন পারছে ঢালছে। কেউ ৩৬ কেজি তো কেউ ২৫ কেজি। একুশের ভোটের সময়েও দেখেছি। তখন দিল্লি থেকে ঘি আসছিল। কখনও দু’শ কেজি কখনও আড়াইশ। তার পর সবাই দেখেছে, কীভাবে সেই ঘিতে পিছলে গিয়ে কোন পিছনে চলে গেছে ওরা”।

আরও পড়ুন- শুভেন্দু দীর্ঘায়ু হোক, সারদা-নারদা কেলেঙ্কারিতে সুস্থ শরীরে শ্রীঘরে যাক!” কটাক্ষ কুণালের

 

 

spot_img

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...