১) এজবাস্টনে প্রথম দিন ব্যাট হাতে ভারতের ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার দাপট দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনে দেখা গেল বল হাতে যশপ্রীত বুমরাহদের দাপট। ভারতের থেকে ৩৩২ রানে পিছিয়ে ইংল্যান্ড। ইতিমধ্যেই সাজঘরে জো রুট-সহ পাঁচ ইংরেজ ব্যাটার।

২) লগ্নিকারী সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করার পথে আরও এক ধাপ এগোলেন ইস্টবেঙ্গল কর্তারা। শনিবার বিকেলে তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে সম্মত হয়েছেন চুক্তিতে স্বাক্ষর করতে। রাতেই ইস্টবেঙ্গলের আইনজীবীদের তরফে লগ্নিকারীকে সম্মতিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন ক্লাব কর্তারা।

৩) উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। শনিবার তৃতীয় রাউন্ডে ইটালির লোরেঞ্জো সোনেগোকে ৬-১, ৬-২, ৬-৪ উড়িয়ে দিলেন তিনি। এবার নাদালের সামনে নেদারল্যান্ডসের বোটিক ফান ডে জান্ডশুপ।

৪) ফুটবলের পাশাপাশি ক্রিকেটের দলবদলেও চমক দিচ্ছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের ক্রিকেট কোচকে তুলে নিল সবুজ মেরুন। তিন বছরের চুক্তিতে ঘরে ফিরলেন প্রণব নন্দী। তাঁর সঙ্গেই দলের মেন্টরের দায়িত্বে এলেন দাদা পলাশ নন্দী।

৫) ব্যাট হাতে কামাল যশপ্রীত বুমরাহর। ভাঙলেন লারার রেকর্ড। এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান তোলার বিশ্ব রেকর্ড গড়েন বুমরাহ। ব্রডের ওভারের রানের চিত্র ছিল এরকম—৪,৫,৭,৪,৪,৪,৬,১।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
