ইংল্যান্ড (England) সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে খেলতে উড়ে যাবে ভারতীয় দল (India Team)। সেখানে তিনটি একদিনের (ODI) এবং পাঁচটি টি-২০ ( T-20) ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর এবার সেই একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই সিরিজে অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। সহ-অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ( Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant)- সহ একাধিক সিনিয়রদের।

এই সিরিজে রয়েছেন সঞ্জু স্যামসন, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজরা। এদিকে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা উমরান মালিক ও রাহুল ত্রিপাঠী সুযোগ পাননি এই সিরিজে। আগামী ২২, ২৪ ও ২৭ জুলাই পোর্ট অফ স্পেনে আয়োজিত হবে এই তিন ম্যাচের একদিনের সিরিজ।
একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দল – শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চ্যাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং।

#TeamIndia ODI squad:
Shikhar Dhawan (C), Ravindra Jadeja (VC), Ruturaj Gaikwad, Shubman Gill, Deepak Hooda, Suryakumar Yadav, Shreyas Iyer, Ishan Kishan (WK), Sanju Samson (WK), Shardul Thakur, Yuzvendra Chahal, Axar Patel, Avesh Khan, Prasidh Krishna, Mohd Siraj, Arshdeep Singh— BCCI (@BCCI) July 6, 2022
আরও পড়ুন:Icc Test Ranking: আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ বিরাট পতন, প্রথম দশের বাইরে কোহলি, পঞ্চম স্থানে পন্থ
