জেলযাত্রা থেকে রেহাই মিলছে না ছত্রধর মাহাতোর(Chatradhar Mahato)। অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করা হয়েছে আদালতের তরফে। ফলে হাসপাতালে নয়, জেলেই যেতে হবে ছত্রধরকে। তাঁর অসুস্থতার চিকিৎসা(Tretment) জেল থেকেই হবে বলে জানানো হয়েছে। বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস পণবন্দির মামলায় ছত্রধর মাহাতোর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ এনআইএ আদালতের(NIA Court) তরফে।

ছেলের বিয়ে ও বউভাতের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন ছত্রধর মাহাতো। তবে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যাথা নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর রাতেই অবশ্য তাঁকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর রিস্ক বন্ডে শুক্রবার সকালে সস্ত্রীক কলকাতায় আসেন ছত্রধর। ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাত সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আদালতের অনুমতি পেলে এসএসকেএম বা অন্য হাসপাতালে চিকিৎসার জন্য তিনি নিয়ে যাবেন ছত্রধরকে। তবে আদালতের নির্দেশে আপাতত তার কোনও সম্ভাবনা নেই। জেলেই চিকিৎসা করাতে হবে ছত্রধরকে।
