Saturday, November 8, 2025

নবান্নের ধাঁচে অভিনব ও ডিজিটাল কন্ট্রোল রুম খুলল কলকাতা পুরসভা

Date:

Share post:

আগাম বর্ষা ঢুকেছে বঙ্গে। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় তাই আগেভাগেই প্রস্তুত কলকাতা পুরসভা। শহরবাসী যাতে জলযন্ত্রণায় না পড়েন বা বিদ্যুৎস্পৃষ্টের জেরে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য একটি  আধুনিক ও ডিজিটাল কন্ট্রোলরুম চালু করল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম এই ডিজিটাল কন্ট্রোল রুমটি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ  (উদ্যান) দেবাশিস কুমার, মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং, পুর কমিশনার বিনোদ কুমার, পুর সচিব হরিহরপ্রসাদ মণ্ডল, কেইআইআইপি’র সৌম্য গঙ্গোপাধ্যায়, বিভু গোয়েল-সহ অন্যান্যরা।


আরও পড়ুন:শ্মশান দুর্নীতি কাণ্ডে নোটিশ শুভেন্দুর দাদা ও ভ্রাতৃবধূকে, বিপাকে অধিকারী পরিবার


জানা গেছে, পুরসভার এই নয়া কন্ট্রোল রুম থেকে শহরের ৯০টি জায়গা সরাসরি দেখা যাবে সিসি ক্যামেরায়। নতুন এই কন্ট্রোলরুমে বসানো হয়েছে আটটি এলইডি স্ক্রিন। পুরসভার বিভিন্ন পাম্পিং স্টেশনের সঙ্গে সেন্সর এবং জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কন্ট্রোল রুমকে যুক্ত করা হয়েছে। যেখানে পাম্প চলছে, সেখানে জলস্তর কতটা, কোথায় কখন জল নামছে, সেই তথ্য সরাসরি ফুটে উঠবে স্ক্রিনে।

এই কন্ট্রোল রুমে পুরসভার কর্মীরাও ছাড়াও থাকবেন ৩০জন সিভিক ভলান্টিয়ার। কন্ট্রোল রুম চালাতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁদের। পাশাপাশি থাকবেন বিপর্যয় মোকাবিলা দলের ছয় প্রশিক্ষিত কর্মী।


অভিনব এই কন্ট্রোল রুমটি উদ্বোধনের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘জল জমা বা গাছ ভেঙে পড়ার পাশাপাশি কোন পাম্পিং স্টেশনে কতগুলি পাম্প চলছে, সবটাই এখান থেকে মনিটরিং করা যাবে। সেই সঙ্গে আবহাওয়া দফতরের স্ক্রিনে যেভাবে প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যায়, সেটাও এখানেও দেখা যাবে।’

 


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...