Sunday, November 9, 2025

পালানোর ছক কষলেও দুবাই যাওয়া হল না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তাঁর ভাইয়ের

Date:

Share post:

জনরোষে ফুঁসছে শ্রীলঙ্কা। প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন প্রসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর ভাই তথা প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজপক্ষে। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় বিমানে চেপে দুবাইয়ে চম্পট দিতে চেয়েছিলেন তাঁরা। যদিও বিমানে উঠতেই দেওয়া হয়নি বাসিলকে বলে খবর।


আরও পড়ুন:মহাকাশের প্রথম রঙিন ছবি তুলল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ !


উল্লেখ্য, অর্থনৈতিক সঙ্কটে জেরবার দ্বীপরাষ্ট্র। দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছেন, জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের মুখেই কলম্বোর বাসভবন ছেড়ে পালিয়েছিলেন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই গোতাবায়া আগামিকাল প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তাই প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে গ্রেফতার করার বিধান নেই। পদত্যাগের আগেই মঙ্গলবার দুবাই পালানোর পরিকল্পনা ছিল তাঁর। বিমানবন্দরে সর্বসাধারণের জন্য নির্ধারিত সুবিধা নিতে অস্বীকার করেন রাজাপক্ষে, কিন্তু তাঁর পাসপোর্টে স্ট্যাম্প মারার জন্য ভিআইপি সুইট্যে যেতে অস্বীকার করেন বিমানবন্দরের আধিকারিকরা।


গত রাতে ৪ বার দুবাই যাওয়ার বিমান ধরতে ব্যর্থ হন রাজাপক্ষে। তারপর স্ত্রীকে নিয়ে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মিলিটারি বেস ক্যাম্পে রাত কাটান তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, জনরোষের হাত থেকে বাঁচতে কলম্বো বিমানবন্দর থেকে দুবাইয়ে পালানোর চেষ্টা করছিলেন বাসিলও। কিন্তু সেখানে তিনি পৌঁছতেই অন্য যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষমেশ বিমানবন্দরের আধিকারিকরা বাসিলকে বিমানে উঠতে দিতে অস্বীকার করেন।  ফলে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন বাসিল।

 


spot_img

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...