Friday, August 22, 2025

পালানোর ছক কষলেও দুবাই যাওয়া হল না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তাঁর ভাইয়ের

Date:

Share post:

জনরোষে ফুঁসছে শ্রীলঙ্কা। প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন প্রসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর ভাই তথা প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজপক্ষে। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় বিমানে চেপে দুবাইয়ে চম্পট দিতে চেয়েছিলেন তাঁরা। যদিও বিমানে উঠতেই দেওয়া হয়নি বাসিলকে বলে খবর।


আরও পড়ুন:মহাকাশের প্রথম রঙিন ছবি তুলল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ !


উল্লেখ্য, অর্থনৈতিক সঙ্কটে জেরবার দ্বীপরাষ্ট্র। দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছেন, জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের মুখেই কলম্বোর বাসভবন ছেড়ে পালিয়েছিলেন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই গোতাবায়া আগামিকাল প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তাই প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে গ্রেফতার করার বিধান নেই। পদত্যাগের আগেই মঙ্গলবার দুবাই পালানোর পরিকল্পনা ছিল তাঁর। বিমানবন্দরে সর্বসাধারণের জন্য নির্ধারিত সুবিধা নিতে অস্বীকার করেন রাজাপক্ষে, কিন্তু তাঁর পাসপোর্টে স্ট্যাম্প মারার জন্য ভিআইপি সুইট্যে যেতে অস্বীকার করেন বিমানবন্দরের আধিকারিকরা।


গত রাতে ৪ বার দুবাই যাওয়ার বিমান ধরতে ব্যর্থ হন রাজাপক্ষে। তারপর স্ত্রীকে নিয়ে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মিলিটারি বেস ক্যাম্পে রাত কাটান তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, জনরোষের হাত থেকে বাঁচতে কলম্বো বিমানবন্দর থেকে দুবাইয়ে পালানোর চেষ্টা করছিলেন বাসিলও। কিন্তু সেখানে তিনি পৌঁছতেই অন্য যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষমেশ বিমানবন্দরের আধিকারিকরা বাসিলকে বিমানে উঠতে দিতে অস্বীকার করেন।  ফলে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন বাসিল।

 


spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...