Monday, November 17, 2025

২১ জুলাই কাজের হিসেব নিয়ে কলকাতায় আসবেন: কর্মীদের নির্দেশ অভিষেকের

Date:

Share post:

তৃণমূল(TMC) করতে গেলে মানুষের পাশে থাকতে হবে। মানুষের সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকলে তবেই মিলবে ভোটের টিকিট। মঙ্গলবার ধূপগুড়ির(Dhupguri) জনসভা থেকে এভাবেই কর্মীদের কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিলেন, দলের নেতাকর্মীরা কতবার মানুষের কাছে গিয়েছেন তার হিসেব দিতে হবে। কোনও দাদা বা দিদিকে ধরে ভোটের টিকিট মিলবে না। তৃণমূলে এই সব লোকের যে কোনও জায়গা নেই সে কথাও স্পষ্ট করে দিলেন অভিষেক।

এদিনের জনসভা থেকে অভিষেক বলেন, “আজ আমি ভোট চাইতে আসিনি, মানুষের কাছে ক্ষমা চাইতে এসেছি। এখানে আমাদের ভোট কম এসেছে। আলিপুরদুয়ার-কোচবিহারে হয়তো আমাদের কিছু ভুল ছিল। সেই ভুলের দায় স্বীকার করছি। আমাদের আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে।” এরপরই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিষেক বলেন, “ঠিকাদারি করলে তৃণমূলে থাকা যাবে না। হয় ঠিকাদারী করুন, না হলে তৃণমূল কংগ্রেস করুন। তৃণমূলে একটাই নেত্রী-মমতা বন্দ্যোপাধ্যায়। মানতে না পারলে অন্য দলে যান। দরজা খোলা আছে। কোনও দাদা-দিদি, স্থানীয় নেতাদের পা ধরে কাজ হবে না। দাদাদের ছত্রছায়া থেকে যা ইচ্ছে তাই করব, এটা চলবে না। মানুষের বদলে নিজের কথা ভাবলে চলবে না। হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন। সারা বাংলায় এই নীতি কার্যকর দেখাব।”

এরপরই কর্মীদের বার্তা দিয়ে অভিষেক বলেন, “সাতদিন পর তো কলকাতায় আসবেন, ২১ জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে। কলকাতা আসার আগে হাতে করে রিপোর্ট আনবেন, গত এক বছরে কে কত বুথে গেছেন, তার রিপোর্ট নিয়ে আসবেন। বুথে যাওয়ার ছবি নিয়ে আসবেন। আনতে না পারলে মনে রাখবেন, তৃণমূল আর কাউকে তুষ্ট করার জন্য চলবে না। মানুষকে খুশি করার জন্য চলে তৃণমূল। মানুষ তৃণমূলকে ভোট দিতে চায়। কিন্তু কয়েকটা মানুষের মুখ দেখে ভোট দেয়নি। তাদের চিহ্নিত করেছি। পঞ্চায়েত ভোটে তাদের আর টিকিট দেব না। গণতন্ত্রে গণদেবতার রায় শিরোধার্য। শুধু বড় বড় সভা করলে নেতা নয়। মানুষের কাছে যেতে হবে। দু’মাসের মধ্যে সব বুথে কর্মসূচি নিতে হবে। জেলার দায়িত্ব পেলে নিজেকে কেউকেটা ভাবা চলবে না। সামনে দু’টো পিছনে চারটে গাড়ি নিয়ে ঘোরা চলবে না। হেঁটে, সাইকেলে ঘুরুন মানুষের কাছে। তাঁদের কথা শুনুন।


spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...