Saturday, August 23, 2025

সংসদে সাংসদদের উপর সেন্সর, অসাংবিধানিক শব্দ ব্যবহারে ‘না ‘, প্রকাশিত হল তালিকা

Date:

Share post:

আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের (Parliament) বাদল অধিবেশন। তার আগেই সংসদে সেন্সর! বই প্রকাশ করে অসাংবিধানিক শব্দের তালিকা (List of unconstitutional words) দিল লোকসভার সচিবালয় (Lok Sabha Secretariat)। গণতন্ত্রে হস্তক্ষেপ, দাবি বিরোধীদের।

ফের সাংসদদের কন্ঠ রোধের চেষ্টা। সংসদ ভবনে কোন শব্দ ব্যবহার করা যাবে আর কোন শব্দ ব্যবহার করা যাবে না তা স্পষ্ট করল লোকসভার সচিবালয়। এ বিষয়ে কয়েকটি শব্দের উল্লেখ করে একটি বই প্রকাশ করা হয়েছে। সেই বইতে থাকা শব্দ ব্যবহার করা যাবে না । ১৮ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বাদল অধিবেশন থেকেই। ঠিক কী রয়েছে ওই তালিকায়? সূত্র মারফত জানা যাচ্ছে, কিছু কীওয়ার্ড সংসদীয় কার্যক্রম চলাকালীন ব্যবহার করা যাবে না। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কিছু  শব্দ যেমন ‘ব্লাডশেড’, ‘ব্লাডি’, ‘বিট্রেইড’, ‘অ্যাশেমড’, ‘অ্যাবিউসড’, ‘চিটেড’, ‘চামচা’, ‘চামচাগিরি’, ‘চেলা’, ‘চাইল্ডিশনেস’, ‘কোরাপ্ট’, ‘কাওয়ার্ড’, ‘ক্রিমিনাল’ এবং ‘ক্রোকোডাইল টিয়ার’। এছাড়াও রয়েছে, ‘অ্যানার্কিস্ট’, ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘বেহরি সরকার’ সহ আরও অনেক শব্দ। এই তালিকায় রয়েছে ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘বিশ্বাসঘাত’, ‘কালোবাজারি’, ‘অসত্য’, ‘অহঙ্কার’-এর মতো বিভিন্ন শব্দও। নয়া নিয়মে বলা হয়েছে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান শব্দ এবং অভিব্যক্তির অপসারণের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তালিকায় জানান হয়েছে যে অসংসদীয় অভিব্যক্তির তালিকায় ইংরেজি অথবা হিন্দিতে উভয় কক্ষের চেয়ারের বিরুদ্ধে করা কোনও অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। একে সংসদের নথি থেকে বাদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই তালিকার বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস(TMC)। এই বিষয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে লেখেন ‘কয়েকদিনের মধ্যেই অধিবেশন শুরু হবে। সাংসদদের উপর গ্যাগ অর্ডার জারি।” পাশাপাশি তিনি জানান আর কয়েক দিনের মধ্যে অধিবেশন শুরু এখন এইসব কথা বলে গণতন্ত্রের কন্ঠ রোধের চেষ্টা হচ্ছে।


spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...