Darjeeling: জিটিএ -র চিফ এক্সিকিউটিভ পদে আজই শপথ গ্রহণ অনীত থাপার

বুধবার দার্জিলিং পৌঁছেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জিটিএ-র চিফ এগজিকিউটিভ হিসাবে শপথ নিতে চলেছেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টির প্রধান অনীত থাপা(Anit Thapa) ।

জিটিএ নির্বাচনে (GTA election) জয়ী প্রার্থীরা মঙ্গলবার শপথ নিয়েছেন। এ বার নিয়ম মেনে আজ বৃহস্পতিবার রাজ্যপালের উপস্থিতিতে শপথ নেবেন জিটিএ (GTA)বোর্ড এর সদস্যরা।

গতকাল অর্থাৎ বুধবার দার্জিলিং পৌঁছেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জিটিএ-র চিফ এগজিকিউটিভ হিসাবে শপথ নিতে চলেছেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টির প্রধান অনীত থাপা(Anit Thapa) । ওই দলেরই সদস্য অঞ্জুল চৌহান (Anjul Chouhan) হতে চলেছেন জিটিএ-র চেয়ারম্যান (GTA। ডেপুটি চেয়ারম্যান হলেন রাজেশ চৌহান। আজই শপথ নেবেন অনীত থাপা। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। দার্জিলিঙের ভানু ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এর আগে GTA-র ৪৫ জন সদস্য প্রথমবার বৈঠকে বসেন। সেখানেই চিফ এক্সিকিউটিভ, চেয়ারপার্সন ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন।


Previous articleসংসদে সাংসদদের উপর সেন্সর, অসাংবিধানিক শব্দ ব্যবহারে ‘না ‘, প্রকাশিত হল তালিকা
Next articleকেন্দ্রীয় অনুদান হাতছাড়া হওয়া আটকাতে তালিম দেবে নবান্ন !